1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নদী আন্দোলনের অভিজ্ঞতা

অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ
২ জুন ২০২৩

এক যুগেরও বেশি সময় ধরে নদী সুরক্ষার আন্দোলন করছি৷ এই আন্দোলনের অভিজ্ঞতা অম্লমধুর৷ অন্তত অর্ধশত নদী নিয়ে এই মুহর্তে চলছে নানামাত্রিক আন্দোলন৷ এই আন্দোলন সংগঠিত করা একটি কঠিন কাজ৷

https://p.dw.com/p/4S6BA
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা৷
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা৷ছবি: Amir Smith

আন্দোলনের ফলে সমাজে একটি সচেতনতা সৃষ্টি হয়েছে৷ আমরা অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধারও করেছি৷ আগামীতে দেশজুড়ে নদী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করার অভিপ্রায় আছে৷

নদী আন্দোলনের অভিজ্ঞতা স্বল্প কথায় ব্যক্ত করা কঠিন৷ অযুত অভিজ্ঞতা নদী আন্দোলনের৷ যতই দিন গড়াচ্ছে ততই নদীকে বুঝতে শিখছি৷ ততই দেখছি নদীর প্রতি প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বশীলদের কি ভয়াবহ অবহেলা৷ অভিজ্ঞতা যত বাড়ছে ততই বাড়ছে নদীকর্মী হিসেবে নিজের দায়িত্বশীলতা৷ নদীকে বোঝা একটি গুরুত্বপূর্ণ কাজ৷

নদী আন্দোলন করতে গিয়ে জীবনকে অনেকটা অনিশ্চিত করে তুলেছি৷ দীর্ঘদিনে খুব কাছে থেকে জেনেছি- অবৈধ দখলদারদের রাজনৈতিক কোন দর্শন নেই, অবৈধ দখল টিকিয়ে রাখতে দখলদারেরা সর্বদলীয় জোট করতে কোন দ্বিধা করে না৷ অবৈধ দখলদারিত্ব বাঁচিয়ে রাখার জন্য পশুর চেয়েও বেশি হিংস্র হতে পারে নদীদস্যুরা৷ সেটিও কাছে থেকে দেখছি৷ কখনো কখনো মনে হয় যেকোনো দিন অবৈধ দখলদারেরা জীবন নাশের কারণ হয়ে উঠবে৷ জীবনের হুমকিকে সাথে নিয়েই নদী সুরক্ষার আন্দোলনের পথে হাঁটছি৷ থানায় সাধারণ ডায়রি করতে হয়েছে৷ নদীর আন্দোলন করতে গিয়ে শতাধিক বিঘার এক অবৈধ দখলদার আমার নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলার আবেদন করেছে৷ মামলাটি গ্রহণ করা যাবে কিনা তা খতিয়ে দেখতে পিবিআইকে দায়িত্ব দিয়েছে আদালত৷ আমার নামে কেবল নয় ওই মামলার আবেদনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান জুয়েলকেও অভিযুক্ত করা হয়েছে৷ আমি যখন কোর্টে গিয়ে আইনজীবীদের সাথে এসব নিয়ে আলাপ করি তখন দুধরনের অনুভূতি হয়৷ কখনো মনে হয় দেশের জন্য লড়তে এসে আমাকে কোর্টে ঘুরতে হয়েছে৷ আবার এটাও মনে হয়, নদী রক্ষার আন্দোলন তীব্র করতে পেরেছি৷ নয়তো তারা কেন কোর্ট পর্যন্ত যাবে?

অবৈধ দখলদারেরা আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাহীন কুৎসা রটানোর কাজ করে৷ এ বছর শুরুর দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অবৈধ দখলদারদের জোট৷ ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন৷ তারা প্রত্যেকে বড় বড় অবৈধ দখলদার৷ আমার গায়ে ধর্মীয় উগ্র মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা বহুবার করেছে৷ আমরা নদীর জন্য কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি পণ্ড করার জন্য কখনো কখনো বঙ্গবন্ধুর নামে মিছিল করে আমাদের কর্মসূচিতে হানা দিয়েছে৷

নদীকর্মীদের নদীযোদ্ধা বলেই উল্লেখ করা প্রয়োজন৷ আমার সাথে যারা নদীর কাজ করেন তারাও অনেক ঝুঁকি নিয়েই আন্দোলনে শামিল হয়েছেন৷ মাঠপর্যায়ে নদীর জন্য অকুতোভয় অনেক কর্মী আছেন৷ যারা নদীর আন্দোলনকে এগিয়ে নেন৷ নদীর আন্দোলন অনেক সময় মনে করিয়ে দেয় মহান মুক্তিযদ্ধের কথা৷ নদীর আন্দোলন করতে গিয়ে অনেক শুভাকাঙ্ক্ষী শত্রুতে পরিণত হয়েছেন৷ স্বার্থে আঘাত লাগার সাথে সাথে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন৷ তবে নদী আন্দোলনকারীদের সাধারণ মানুষ খুব পছন্দ করেন৷ প্রত্যন্ত গ্রামে নদীর পাড়ে গেলে সাধারণ মানুষেরা এসে পরম ভালোবাসায় আপন করে নেয়৷ এই ভালোবাসা একটি বড় শক্তি৷

ধীরে ধীরে কখন যে নদী আন্দোলনের অতল গভীরে ঢুকে পড়েছি টেরই পাইনি৷ এক নদীর সংকট থেকে আরেক নদীর সংকট নিয়ে কাজ করছি৷ ধ্যানে-জ্ঞানে এখন নদী ভাবনা৷ সময় পেলেই নদী নিয়ে পড়ি, নদীবিষয়ক লিখি৷ কোনো নদীর সংকটের কথা জানার পর ওই নদীর জন্য কিছু করতে না পারলে মনটা খারাপ হয়৷ এক যুগের চেয়ে বেশি সময় ধরে যে কাজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন আমাকে অনেক বড় কাজের স্বপ্ন দেখায়৷ আমি স্বপ্ন দেখি আমাদের লড়াইয়ে দেশের সব নদীগুলোকে রক্ষা করা সম্ভব৷

নীলফামারী জেলায় আমরা দেওনাই (শাখানদী) নদী অবৈধ দখল হওয়া থেকে রক্ষা করেছি৷ নীলফামারীর একজন ভূমি কর্মকর্তা ওই নদীকে জলাশয় ঘোষণা করতে কোন অসুবিধা নেই মর্মে প্রতিবেদন উপস্থাপন করেছিলেন৷ আমি সেখানে গিয়ে ‘দেওনাই নদী সুরক্ষা কমিটি' গঠন করি৷ আমি সমন্বয়কের দায়িত্ব পালন করেছি৷ অনেকদিন লেগে থেকে ওই কমিটির কার্যক্রম বৃদ্ধি করে আমরা ওই নদীটি উদ্ধার করতে সক্ষম হয়েছি৷

রংপুর জেলার শালমারা নদীতে অনেক অবৈধ দখল ছিল৷ নদীর মাঝখানে দখল থাকায় নদীটি খনন করাও যাচ্ছিল না৷ সেখানে গত শতকের আশির দশকেও আন্দোলন হয়েছিল৷ নদীটি উদ্ধার করা সম্ভব হয়নি৷ আমি খবর পেয়ে নদীতীরবর্তী মানুষেদের দিয়ে একটি কমিটি গঠন করি৷ সেখানে শুরু হয় নতুন আন্দোলন৷ অনেকের রক্তচক্ষুর দিকে না তাকিয়ে নদীটি সরকারিভাবে উদ্ধার করা হয়৷ সেখানে আন্দোলন শেষ হয়নি৷ অবৈধ দখলদার কোর্টে গেছে অবৈধ দখল রক্ষা করতে৷ এরই মধ্যে দেখছি ‘শালমারা' নদী জেলা প্রশাসন বদ্ধ জলমহাল হিসেবে তিন বছরের জন্য লিজ দিয়েছে৷ ওই লিজ বাতিলের জন্য আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে৷

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি নদী আছে৷ উৎস থেকে শুরু করে কোথাও চাকিরপশার, কোথাও মরা তিস্তা আবার কোথাও বুড়িতিস্তা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে৷ এই নদীটির রাজারহাট এবং চাকিরপশার ইউনিয়নে পাঁচটি মৌজায় প্রায় ৩০৬ একর জমি বিল শ্রেণীভুক্ত৷ এই নদী উদ্ধার করতে গিয়ে দেখলাম ওই স্থানে ভূমিদস্যুরা ২৬৯ একর ৭২ শতক ব্যক্তির নামে লিখে নিয়েছে৷ এটি উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি৷

অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিচালক, রিভারাইন পিপল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিচালক, রিভারাইন পিপল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকছবি: Private

প্রশাসনের কর্তাব্যক্তিরা সাধারণত অবৈধ দখলদারদের পক্ষে থাকে৷ তারা এমনভাবে পক্ষ নেবে বোঝার উপায় নেই৷ বোঝা যায় যখন মুখে কেবল মধুর কথা বলে কিন্তু উদ্ধারে কোনো কাজই করে না তখন৷ দেশের নদীগুলোকে মেরে ফেলার সবরকম আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে৷ দেশে নদী রক্ষার জন্য একক কোন মন্ত্রণালয় নেই৷ জাতীয় নদী রক্ষা কমিশন থাকলেও তাদের বিশেষত কাজ করার কোন ক্ষমতা নেই৷ একটি নদীর যে কতভাবে সর্বনাশ করা হয়েছে তা নদী রক্ষার আন্দোলন করতে গিয়ে বুঝেছি৷

নদীর চেয়ে ছোট সেতু করে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করা হয়৷ নদীর মাঝ বরাবর একটি অংশ ব্যক্তির নামে লিখে দেওয়া হয়, যাতে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়৷ নদীতে আড়াআড়ি সেতুবিহীন সড়ক নির্মাণ করা হয়৷ বন্যা নিয়ন্ত্রণ বাধ দিয়ে অসংখ্য শাখানদী এবং উপনদীর উৎসমুখ এবং মিলনস্থল বন্ধ করে দেওয়া হয়েছে৷ নদীর শ্রেণী পরিবর্তন করার আইনগত কোন সুযোগ নেই৷ সেই নদীর জমি কবুলয়িলাত সূত্রে, বন্দোবস্ত সূত্রে প্রশাসন থেকে ব্যক্তির নামে লিখে দেওয়া হয়৷ পরবর্তীতে সেই নদীর শ্রেণী পরিবর্তন করা হয়৷ রিভিশনাল সার্ভেতে (আরএস) দেখা যাচ্ছে সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) নকশার চেয়ে নদীর জমি কমে যাচ্ছে৷ এই জমি কমানো দেশের সংবিধান, আইন এবং উচ্চ আদালতের রায়ের লঙ্ঘন৷

নদী আন্দোলন খুব কঠিন কাজ হলেও যখন নদী উদ্ধার হয়, নদীর সংকট কমে আসে তখন পরম ভালো লাগা কাজ করে৷ আগামী বিশ্বকে সুস্থ রাখতে হলে নদীগুলো সুরক্ষার কোন বিকল্প নেই৷ আমরা আগামী প্রজন্মের কথা ভেবে নদীর কাজ করি৷ যত প্রতিকূল হোক এ যাত্রা, তবু থেমে যাবার নয়৷ নদীর সুরক্ষার আন্দোলন চলছে, চলবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য