মোবাইলে সারের পরিমাণ জানবেন ধানচাষীরা
২৭ ডিসেম্বর ২০১১এই বিষয়টি নিয়ে কাজ করছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইরি৷ সংস্থার বাংলাদেশ প্রধান ড. জয়নুল আবেদিন বলেন, ‘‘কৃষক যখন ফোন করবে তখন কম্পিউটার তাকে দশটি প্রশ্ন করবে৷ এগুলোর উত্তরের উপর ভিত্তি করে সারের পরিমাণ নির্ধারণ করা হবে৷ তারপর সেটা এসএমএস বা ক্ষুদে বার্তার মাধ্যমে কৃষকের কাছে পাঠিয়ে দেয়া হবে৷''
আবেদিন বলেন, ফোন কলটা বিনামূল্যের করা যায় কি না সেটা নিয়ে সরকার ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে৷ এছাড়া প্রশ্নগুলো কেমন হবে সেটা নিয়েও আরো চিন্তাভাবনা করা হচ্ছে৷ এসব প্রক্রিয়া শেষে আগামী ছয়-সাত মাসের মধ্যে প্রকল্পটা শুরু করা সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷ ইতিমধ্যে ফিলিপাইনের কৃষকরা এই প্রক্রিয়ায় উপকৃত হচ্ছেন৷
তবে সমস্যা হচ্ছে, শুধুমাত্র অ্যানরয়েড ফোন থেকেই এই সুবিধাটা পাওয়া যাবে৷ কিন্তু সব ধরণের ফোন ব্যবহার করেই যেন কৃষকরা তথ্য পেতে পারেন সেজন্য প্রোগ্রামাররা কাজ করছেন বলে জানান ইরি'র ঐ কর্মকর্তা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক