ধান ক্ষেতে শিল্পকর্ম
জাপানের কৃষকেরা প্রায় ৩০ বছর আগে ধান ক্ষেতে বিভিন্ন জাতের চারা দিয়ে ছবি আঁকা শুরু করেছিলেন৷ এই চল এখন এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে৷
শুরুর কথা
জাপানের ইনাকাদাতে এলাকায় প্রায় দুই হাজার বছর ধরে ধান চাষ হচ্ছে৷ এই ইতিহাস উদযাপন করতে ১৯৯৩ সালে ঐ এলাকার কৃষকরা বিভিন্ন জাতের ধানের চারা দিয়ে ধান খেতে একটি বড় ছবি আঁকার পরিকল্পনা করেছিলেন৷ সেটি দেখার সুবিধার জন্য খেতের পাশে ২২ মিটার উঁচু একটি টাওয়ারও বসানো হয়েছিল৷ চার জাতের ধানের চারা বপন করে প্রথম ছবিটি আঁকা হয়েছিল৷
চীনেও জনপ্রিয়
বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আরও নিখুঁতভাবে ছবি আঁকা হচ্ছে৷ জাপান ছাড়িয়ে এখন চীনসহ এশিয়ার বিভিন্ন দেশের কৃষকরাও ধান খেতে ছবি আঁকা শুরু করেছেন৷ ছবিতে চীনের শেনইয়াং রাজ্যের এক ধান খেতে কমিক চরিত্র দেখা যাচ্ছে৷
তারকাদের ছবি
এসব ছবিতে সাধারণত একটি দেশের ল্যান্ডস্কেপ শোভা পায়৷ বিভিন্ন কমিক চরিত্রও আঁকতে দেখা গেছে৷ উপরের ছবিতে হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্ন ও অভিনেতা ক্যারি গ্র্যান্টকে দেখা যাচ্ছে৷
ছবি তৈরির ফর্মুলা
পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জাতের ধানের চারা রোপন করা হয়৷ এরপর অপেক্ষার পালা৷ সাধারণত আগস্ট মাস ছবি দেখার জন্য সেরা সময়৷
পর্যটন
পর্যটকেরা যেন ছবি ভালোভাবে দেখতে ও সেসবের ছবি তুলতে পারেন সেজন্য অনেক এলাকার কৃষকেরা উঁচু টাওয়ার বা প্ল্যাটফর্মের ব্যবস্থা করে থাকেন৷ এসব জায়গায় ঢুকতে টাকা দিতে হয়৷ ফলে কৃষকদের বাড়তি আয় হয়৷
গিনেস বুকে বাংলাদেশ
চলতি বছরের শুরুতে বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালিন্দা গ্রামে ধানের চারা লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি তৈরি করা হয়েছিল৷ প্রায় ১২০ বিঘা জমির উপর আঁকা এই প্রতিকৃতিকে ‘বিশ্বের সবচেয়ে বড় শস্য চিত্রের’ স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ৷