1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাবনার সেই ওসি বরখাস্ত

১৮ সেপ্টেম্বর ২০১৯

ধর্ষিত তিন সন্তানের এক জননীকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার মধ্যস্থতা করায় পাবনা সদর থানার ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

https://p.dw.com/p/3PoIW
Symbolbild Protest gegen Vergewaltigung
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বুধবার বিকালে জানান, পুলিশ সদর দপ্তর মঙ্গলবার রাতে এক ফ্যাক্সবার্তায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করার কথা তাদের জানিয়েছে৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ার পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওসিক ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করেছে৷''

এর আগে ওসি ওবাইদুলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল৷ এ ঘটনায় একই থানার এসআই একরামুল হককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

গত ২৯ আগস্ট পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের এক নারীকে তার প্রতিবেশী রাসেল আহমেদ এক সহযোগীসহ ধর্ষণ করার দুদিন পর তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিন দিন আটকে রেখে আরও চার-পাঁচজন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে৷

পরে তিন সন্তানের জননী ওই নারী থানায় গেলে তার মামলা নথিভুক্ত না করে পুলিশ ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে বলে ওই নারীর অভিযোগ৷ এ ঘটনা তদন্তে পুলিশ এবং মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে৷

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য