1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষকের সঙ্গে বিয়ে: পাবনার সেই ওসি প্রত্যাহার

১২ সেপ্টেম্বর ২০১৯

ধর্ষিত তিন সন্তানের এক জননীকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার মধ্যস্থতা করায় পাবনা সদর থানার ওসি ওবাইদুল হককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে৷ এছাড়া এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

https://p.dw.com/p/3PSXJ
Symbolbild Protest gegen Vergewaltigung
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বলে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্ষনের মামলার বৃহস্পতিবার সকালে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ নিয়ে এ ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলো৷

ওই নারীর অভিযোগ, প্রতিবেশী রাসেল আহমেদ গত ২৯ আগস্ট তাকে তার বাড়িতে নিয়ে এক সহযোগীসহ পালা করে ধর্ষণ করে৷ দুদিন পর তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিন দিন আটকে রাখা হয় এবং সেখানে আরও চার-পাঁচজন তাকে ধর্ষণ করে৷

পরে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে পাবনা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাসেলকে আটক করে৷ কিন্তু মামলা নথিভুক্ত না করে পুলিশ ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ে দেয়৷

এই ঘটনা জানাজানি হলে ওসি ওবাইদুল হককে শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় মামলা নেওয়া হয় এবং ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে পুলিশ৷

এসআই/ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)