হত্যার দায় স্বীকার করলো আইএস
২৩ মার্চ ২০১৬দক্ষিণ এশিয়ার দেশটিতে সাম্প্রতিক সময়ে ইসলামি জঙ্গিদের কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়েছে৷ গতবছর বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর মঙ্গলবার আবারো একজনকে জবাই করো হত্যা করা হলো৷ ৬৮ বছর বয়সি হোসেন আলী সরকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ১৯৯৯ সালে ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন৷ তবে তিনি কোন রকম ধর্ম প্রচারের কাজ করতেন না বলে জানিয়েছে স্থানীয় পুলিশ৷
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, ‘অন্যদের শিক্ষা' দিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসলামি স্টেটের অনুসারীরা৷
এদিকে, কুড়িগ্রাম জেলার পুলিশ প্রধান তোবারক উল্লাহ জানিয়েছেন, তিনজন আক্রমণকারী মঙ্গলবার ভোরে সরকারকে কোপায়৷ সকালে সাধারণত তিনি হাঁটতে বের হতেন৷ ঘটনার সময় স্থানীয় লোকজন ভুক্তভোগীকে সহায়তায় এগিয়ে আসতে চাইলে আক্রমণকারীরা বোমা বিস্ফোরণ ঘটায় বলেও জানিয়েছেন উল্লাহ৷
প্রসঙ্গত, গত কয়েকমাসে বাংলাদেশে বেশি কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট৷ তবে সেদেশের সরকার দেশটিতে জঙ্গি গোষ্ঠীটির উপস্থিতির কথা বারবার অস্বীকার করেছে৷ বরং সরকার মনে করে, জামাতুল মুজাহিদিন নামে স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী সেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে৷
গত নভেম্বরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে' স্থানীয় জঙ্গি গোষ্ঠীটির পাঁচ সদস্য নিহত হয়৷ তবে নিরাপত্তা বাহিনীর সতর্কতার মধ্যেই মঙ্গলবারের হত্যাকাণ্ড আবারো আতঙ্কের সৃষ্টি করেছে৷
এআই/ডিজি (রয়টার্স)