দ্বিতীয়বারের মতো ‘এইডস’ হার মানলো
১০ মার্চ ২০১৯চিকিৎসাবিজ্ঞান বলে, কোনো ব্যক্তি ‘এইচআইভি' পজিটিভ হওয়া মানে তিনি ‘এইডস' রোগে ভুগতে পারেন৷
১৯৮০ সাল থেকে পৃথিবীর সাড়ে তিন কোটি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছেন৷
এতদিন পর্যন্ত এই রোগ থেকে সম্পূর্ণভাবে সেরে ওঠা ছিল ভাবনারও অতীত৷
কিন্তু এমনটা সম্ভব বলে জানাচ্ছে রবীন্দ্র গুপ্ত ও তাঁর গবেষকদল৷ বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার'-এ প্রকাশিত একটি প্রবন্ধে জানা গেছে এই তথ্য৷
কীভাবে হলো এই আবিষ্কার?
২০০৭ সালে বোন ম্যারো প্রতিস্থাপনের পর এক রোগীর শরীরে আর ‘এইচআইভি' পজিটিভের পেছনে থাকা ভাইরাসকে খুঁজে পাওয়া যায়নি৷ কিন্তু তখন গবেষকরা ভেবেছিলেন যে এমন আবিষ্কার নেহাতই কাকতালীয়৷
কিন্তু দ্বিতীয়বার, অন্য আরেক রোগীর ক্ষেত্রেও যখন একই ফলাফল আসে, তখন রবীন্দ্র গুপ্ত তাঁর চিকিৎসা পদ্ধতি বিষয়ে নিশ্চিত হন৷
তবে কি এইচআইভি-মুক্ত হওয়া সত্যিই সম্ভব?
রবীন্দ্র গুপ্ত বলছেন, ‘‘এখনও রোগীর শরীরে আমরা কোনো ভাইরাস খুঁজে পাচ্ছি না৷ কিন্তু তার মানে সে সম্পূর্ণভাবে এইডস-মুক্ত, তা ঠিক নয়৷ বরং আমরা বলতে পারি, যে রোগী তার স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পেয়েছেন৷''
শুধু তাই নয়, তিনি আরো জানান যে বোন ম্যারো প্রতিস্থাপন একটি ব্যয়বহুল, বিপজ্জনক ও যন্ত্রণাদায়ক প্রক্রিয়া৷ ফলে, সেটি কোনোদিনই এইচআইভি-কে রুখতে শ্রেষ্ঠ উপায় হতে পারে না৷
এসএস/জেডএইচ (রয়টার্স, এএফপি)