1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সতর্ক থাকার আহ্বান

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/17nWc
ছবি: Reuters

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেন৷ ছিলেন স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনীর সদস্য৷ তার বিরুদ্ধে ২০টি অভিযোগে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটতরাজসহ মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে৷ এইসব অভিযোগ প্রমাণ হওয়ায় ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তার বিরুদ্ধে মানবতা বিরোধী ২০টি অভিযোগের ৮টি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে৷

কিন্তু এই রায়কে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রজ্জাক৷ তার দাবি, ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি৷

দুপুরে রায় ঘোষণার পর পরই শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশে উল্লাস ছড়িয়ে পড়ে৷ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন আনন্দ মিছিল নিয়ে৷

মুক্তিযোদ্ধারা জানান, জাতি কলঙ্ক মোচনের পথে এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ঠাঁই হবেনা৷

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রায়কে স্বাগত জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন৷ বলেছেন, সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷

এদিকে রায় ঘোষণার পর জামায়াত শিবিরের কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চোরাগুপ্তা হামলা চালিয়েছে৷ তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রংপুর ও সিরাজগঞ্জে ৪ জন নিহত হয়েছেন৷ তাদের ডাকা আজকের হরতালে তেমন সাড়া মেলেনি৷

২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতারের পর, ২রা আগস্ট তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়৷ ২০১১ সালের ১৪ই জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল৷ গত বছরের ১১ই ডিসেম্বর স্কাইপ বিতর্কের জের ধরে বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করলে পুনর্গঠিত ট্রাইব্যুনাল যুক্তি তর্ক শেষ করে চলতি বছরের ২৯শে জানুয়ারি৷

ট্রাইব্যুনাল এর আগে ২টি মামলার রায়ে আবুল কালাম আজাদকে ফাঁসি এবং কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়৷ আগামী রোববার রাষ্ট্রপক্ষ কাদের মোল্লার ফাঁসির আবেদন জানিয়ে আপিল করবে সুপ্রিম কোর্টে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য