1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থ্রিডি মানেই কি ব্যবসা সফল ছবি

২২ ডিসেম্বর ২০১১

‘অবতার’ ছবিটি যারা থ্রিডিতে দেখেছেন তারা জানবেন এনং বুঝবেন থ্রিডি কতটা উপভোগ করার মত৷ কিন্তু সব ছবিই কিন্তু থ্রিডিতে দেখার মত নয়৷

https://p.dw.com/p/13XUF
অবতারছবি: 20th Century Fox

জেমস ক্যামেরনের ‘অবতার' মুক্তি পাওয়ার দুই বছর পরও হলিউডের ছবি নির্মাতারা ভাবছেন নতুন এই প্রযুক্তিকে কীভাবে আরো সঠিকভাবে কাজে লাগানো যায়? থ্রিডি এফেক্ট চশমা পরে দেখতে হয় এবং সেটা অনেকের কাছে একটু ঝামেলার ব্যাপার!

এবছর বেশ কয়েকটি ছবি থ্রিডি এফেক্টে ইউরোপ এবং অ্যামেরিকায় মুক্তি পায়৷ এর মধ্যে স্পিলব্যার্গের ‘টিনটিন' এবং মার্টিন স্করসিজির ‘হুগো' উল্লেখযোগ্য৷ তবে ছবি দুটি খুব বেশি ব্যাবসা করেনি৷ যার কারণে প্রশ্ন করা হচ্ছে কোন ছবি থ্রিডি উপযোগী এবং কোন ছবি নয়৷ কারণ অনেক থ্রি ডি ছবি সুপার ফ্লপের খাতায় নাম লিখিয়েছে৷

Flash-Galerie 100 Jahre Hollywood
অবতার’এর একটি দৃশ্যছবি: AP

প্রশ্ন, তাহলে কোন ছবি থ্রি ডি জন্য যথার্থ? কী থাকতে হলে ছবিতে? বলা প্রয়োজন, আগামী বছরের এপ্রিল মাসে আবারো মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের টাইটানিক এবং এবার তা থ্রি ডি-তে৷ টাইটানিকের একশো বছর উপলক্ষ্যে আবারো আসবে সিনেমা হলগুলোতে৷

সিনেমা বিশ্লেষকরা বলছেন, শুধু থ্রিডি-তে দেখানো হবে, এই বিজ্ঞাপন আর ছবিগুলোকে ব্যবসাসফল করছে না৷ বড় বড় পোস্টারও না৷ থ্রিডি ছবির টিকিটের দাম বেশি তাই দর্শকরা সবসময় এত পয়সা খরচ করতে চান না৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য