1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুহা থেকে আরও চারজন উদ্ধার

৯ জুলাই ২০১৮

থাইল্যান্ডের গুহায় আটকে যাওয়া একটি ফুটবল দলের আরও চার সদস্যকে সোমবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর এসইএএল বিভাগের একজন সদস্য৷ রবিবার আরও চারজনকে উদ্ধার করা হয়েছিল৷

https://p.dw.com/p/314O0
ছবি: Reuters/S. Zeya Tun

এসইএএল এর ফেসবুক পাতায় মোট আটজনকে উদ্ধারের তথ্যটি প্রকাশ করা হয়েছে৷ উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় তারা৷ তবে তাদের নাম প্রকাশ করা হয়নি৷

সোমবার সকাল ১১টার সময় উদ্ধারের দ্বিতীয় পর্ব শুরু হয়৷ এর কয়েক ঘণ্টা পর কিছু সময়ের ব্যবধানে গুহার প্রবেশমুখ থেকে একে একে চারটি অ্যাম্বুলেন্স ছেড়ে যেতে দেখা যায়৷ 

উদ্ধারকাজের সমন্বয় করছেন থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় রাজ্য চিয়াং রাই-এর গভর্নর নারোংসাক অসোথানাকর্ন৷ 

থাই ও বিদেশি ডাইভারদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যের একটি দল রবিবারের উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন৷ সবচেয়ে স্বাস্থ্যবানদের প্রথমে উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন গভর্নর অসোথানাকর্ন৷

আটজন উদ্ধার হওয়ায় চিয়াং রাই রাজ্যে অবস্থিত ঐ গুহায় এখনও পাঁচজন আটকে আছে৷

গুহার প্রবেশমুখ থেকে কিশোরদের উদ্দেশে যাত্রা শুরু করে, তাদের নিয়ে গুহা থেকে বের হতে রবিবার সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা৷

কিশোর ফুটবলারদের উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে বৃষ্টি৷ পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন ঐ এলাকায় বৃষ্টি হতে পারে৷ সেক্ষেত্রে গুহায় পানি ঢুকে কিশোরদের বের করে আনার কাজ আরো কঠিন বা অসম্ভব করে তুলতে পারে৷ এই আশংকার কারণেই কিশোরদের উদ্ধারের প্রক্রিয়াটি পুরোপুরি নিরাপদ না হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি শুরু করার সিদ্ধান্ত নেন৷

Infografik Rettungsaktion in Thailand Höhle EN

গুহার যেখানে কিশোররা আটকা পড়েছে, সেখান থেকে বের হওয়ার পথের দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার৷ পথটির বিভিন্ন অংশ পানি জমে রয়েছে এবং কয়েকটি জায়গা বেশ সরু৷ এই পথ পাড়ি দিতে কিশোরদের পুরো মুখে মাস্ক পরানো হয়েছিল৷

শুক্রবার থাই নৌবাহিনীর একজন সাবেক ডাইভার কিশোরদের কাছ থেকে ফেরার পথে অক্সিজেনের অভাবে মারা যান৷

উল্লেখ্য, গত ২৩ জুন ‘ওয়াইল্ড বোর্স’ নামে একটি কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ গুহায় প্রবেশ করেছিল৷ এরপর প্রচণ্ড বৃষ্টির কারণে গুহায় পানি ঢুকে গেলে তারা আটকা পড়ে যায়৷ দুজন ব্রিটিশ ডাইভার নয়দিন পর তাদের খুঁজে পেয়েছিলেন৷ এরপর থেকেই তাদের উদ্ধারে কাজ করছেন স্থানীয় ও বিদেশি ডাইভার ও বিশেষজ্ঞদের একটি দল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান