1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে বাংলাদেশি অভিবাসী আটক

১৮ জুলাই ২০১৯

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির ভান প্রদেশের নিরাপত্তা বাহিনী ২৮৫ জন অভিবাসীকে আটক করেছে৷ এদের বেশিরভাগই বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি৷

https://p.dw.com/p/3MGU4
ছবি: Getty Images/AFP/O. Kose

ইরান সীমান্তে অবস্থিত ভান প্রদেশের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে তাঁদের আটক করা হয়৷ এদের মধ্যে ৪৮ জন শিশু ও ৫১ জন নারী রয়েছেন বলে জানিয়েছে আনাদোলু৷

এদিকে, ভান প্রদেশে বৃহস্পতিবার এক গাড়ি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন৷ গাড়ির যাত্রীরা অভিবাসী ছিলেন৷ নিহতরা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক হতে পারেন, বলে মনে করছেন ভান প্রদেশের গভর্নর মেহমেত এমিন বিনমেজ৷

ঐ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন৷

সাম্প্রতিক সময়ে ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুকদের তুরস্ক হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা বেড়েছে৷ তুরস্ক থেকে নৌকায় সাগর পাড়ি দিয়ে তারা গ্রিসের বিভিন্ন দ্বীপে যাওয়ার চেষ্টা করেন৷ তবে ছোট নৌকা ব্যবহার করায় নৌকা ডুবে অনেক অভিবাসীর মৃত্যু হয়েছে৷

জেডএইচ/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য