1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে প্রতিরক্ষা সম্মেলন, পুলিশের উপর হামলা

৮ জুন ২০১০

ইরান, তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে পরমাণু জ্বালানি বিনিময়ে সমঝোতা একটি বড় সুযোগ৷ এই সুযোগ ব্যর্থ হলে আর তা ফিরে আসবে না৷ তিন দেশের মধ্যের এই সমঝোতা সম্পর্কে এমন কড়া মন্তব্য করলেন ইরানি রাষ্ট্রপ্রধান মাহমুদ আহমাদিনেজাদ৷

https://p.dw.com/p/Nkkq
তুরস্ক, ব্রাজিল এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের দৃশ্য (ফাইল ছবি)ছবি: AP

তুরস্কের ইস্তানবুলে প্রতিরক্ষা বিষয়ক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে এসে মঙ্গলবার আন্তর্জাতিক গোষ্ঠীর উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন আহমাদিনেজাদ৷ তিনি বলেন, ‘‘আমরা এখনও আশা করি যে, তারা এই সুযোগ কাজে লাগাবে৷ কিন্তু এটাও বলতে চাই যে, এর পুনরাবৃত্তি ঘটবে না৷'' জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে আর কোন আলোচনায় বসবে না ইরান, এমন হুমকিও দিলেন তিনি৷ আহমাদিনেজাদ বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি মনে করে যে, নিষেধাজ্ঞা আরোপ নামক ছড়ি ঘোরালেই ইরান আলোচনায় বসবে, তবে তারা বড় ভুল করছে৷''

তাই তুরস্ক এবং ব্রাজিলের মধ্যস্থতায় ইরান যে পারমাণবিক জ্বালানি বিনিময় সমঝোতায় রাজি হয়েছে তা মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানান তিনি৷ এছাড়া ইরানের প্রতি নীতি পরিবর্তন না করলে মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামা অনেক কিছুই হারাবেন বলে মন্তব্য করেন আহমাদিনেজাদ৷ তবে এতে ওবামা ঠিক কী হারাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইরানি নেতা৷

No Flash Erdogan Lula da Silva und Ahmadinedschad in Teheran
তিন দেশের সমঝোতা চুক্তির পর তিন দেশের নেতৃবৃন্দ (ফাইল ছবি)ছবি: picture alliance/dpa

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বন্ধ করার দাবি মেনে না নেওয়ায় ইরানের বিষয়টিকে প্রথমবারের মতো ‘একটি বিশেষ কেস' হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ৷ তুরস্ক এবং ব্রাজিলের সাথে ইরানের পরমাণু জ্বালানি বিনিময়ে সমঝোতার ব্যাপারে এখনও কোন সাড়া মেলেনি আইএইএ'র পক্ষ থেকে৷ সোমবার সংস্থাটির প্রধান ইয়ুকিয়া আমানো অবশ্য বলেন, আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কী সাড়া পাওয়া যায়, তার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা৷ এই সমঝোতার আওতায় ইরান এক হাজার দুই শ' কিলোগ্রাম নিম্ন-মাত্রার ইউরেনিয়াম তুরস্কে পাঠাতে রাজি হয়েছে৷ বিনিময়ে ফ্রান্স এবং রাশিয়া থেকে তেহরানের একটি চুল্লির জন্য উচ্চ-মাত্রার ইউরেনিয়াম জ্বালানি পেতে চায় ইরান৷

এদিকে, ইস্তানবুলে যখন চলছে আঞ্চলিক সম্মেলন, ঠিক তখনই শহরটিতে পুলিশের গাড়িতে বোমা হামলা হলো মঙ্গলবার৷ ইস্তানবুলের পুলিশ প্রধান হুসেইন চ্যাপকিনের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া জানিয়েছে এই বোমা হামলার খবর৷ এই বোমা বিস্ফোরণে আহত হয়েছে ১৫ জন পুলিশ সদস্য৷ তবে আঞ্চলিক সম্মেলনকে কেন্দ্র করেই নিরাপত্তা কর্মীদের উপর এই হামলা চালানো হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ এছাড়া এখন পর্যন্ত কোন গোষ্ঠীই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন