তুরস্ক ও সিরিয়াকে সহায়তা করছে যারা
ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা৷ কে, কী পাঠিয়েছে তার তথ্য থাকছে ছবিঘরে৷
বাংলাদেশ
তুরস্কে উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিতে বাংলাদেশ থেকে ৬০ সদস্যের একটি ‘সম্মিলিত সাহায্যকারী দল’ বুধবার রাতে রওয়ানা হচ্ছে৷ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন এই দলে।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইড-এর দুটি দল ও উদ্ধারকাজে বিশেষজ্ঞ কুকুর বুধবার তুরস্কে পৌঁছার কথা৷ প্রতিটি দলে ৮০ জন করে সদস্য থাকবেন৷ তারা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আদিয়ামান প্রদেশে কাজ করবেন৷
চীন
ভূমিকম্পের পর উদ্ধারকাজে বিশেষজ্ঞ একটি দল যন্ত্রপাতি নিয়ে বুধবার তুরস্কের আদানায় পৌঁছেছে৷ ঐ দলে ৮২ জন রয়েছেন৷ আরো আছে চারটি কুকুর৷
ভারত
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দুটি দল (১০০ জন) কুকুর ও যন্ত্রপাতি নিয়ে ওড়ার অপেক্ষায় আছেন৷ এছাড়া চিকিৎসকদের কয়েকটি দলও প্রস্তুত করা হচ্ছে৷ ত্রাণ পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে৷
জাপান
৭৩ জনের উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছেছে৷ সঙ্গে লাইফ ডিটেক্টর, ড্রিল, বহন করা যায় এমন জেনারেটর, চিকিৎসা সামগ্রী ও খাবার নিয়ে গেছেন তারা৷
যুক্তরাজ্য
৭৬ জনের একটি দল চারটি কুকুর ও যন্ত্রপাতি নিয়ে তুরস্কে গেছেন৷
সংযুক্ত আরব আমিরাত
তুরস্কে ফিল্ড হাসপাতাল তৈরি করবে৷ এছাড়া উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছে দেশটি৷ সিরিয়ার সবচেয়ে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ দেবে বলে জানিয়েছে আরব আমিরাত৷
স্পেন
দমকলকর্মী ও যন্ত্রপাতি নিয়ে এ৪০০ সামরিক বিমান পাঠানো হচ্ছে৷ এছাড়া ত্রাণ ও ৫০০ মেরিন নিয়ে দুটি যুদ্ধজাহাজ তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ ছবিতে একটি এ৪০০ সামরিক বিমান দেখা যাচ্ছে৷
কাতার
উদ্ধারকারী দল, যানবাহন, ফিল্ড হাসপাতাল, তাঁবু ও অন্যান্য সহায়তা পাঠিয়েছে তুরস্কে৷ ‘কাতার চ্যারিটি’ নামের সংস্থাটি তুরস্কের গাজিআন্তেপ শহরে ২৭ হাজার গরম খাবার বিতরণ করছে৷ এছাড়া তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে সংস্থাটি৷ ছবিতে সহায়তা নিয়ে তুরস্কের গাজিআন্তেপে কাতারের একটি বিমান দেখা যাচ্ছে৷
সৌদি আরব
তুরস্ক ও সিরিয়ায় বিমানে করে ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটি৷
ইরাক
তুরস্কে সিভিল ডিফেন্স দল পাঠাবে৷ আর সিরিয়ায় জরুরি ত্রাণ ও সহায়তা পাঠাতে চেয়েছে দেশটি৷
পাকিস্তান
ত্রাণ ও ৩৬ জন উদ্ধারকর্মীসহ দুটি সি-১৩০ প্লেন পাঠিয়েছে পাকিস্তান৷ ছবিতে ফিলিপাইন বিমান বাহিনীর একটি সি-১৩০ বিমান দেখা যাচ্ছে৷
ইটালির ক্যাথলিক চার্চ
জরুরি সহায়তা হিসেবে পাঁচ লাখ ইউরো দিয়েছে৷
জার্মানি
তাঁবু ও পানি পরিশোধন ইউনিট দিতে পারবে বলে জানিয়েছে জার্মানি৷ এছাড়া জেনারেটর, কম্বল পাঠাতে তুরস্কের সঙ্গে কথা বলছে৷ এছাড়া জার্মানিতে বাস করা তুর্কিরা গরম কাপড়, কম্বল ও শিশুদের খাবার পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন৷ জার্মানিতে ত্রিশ লাখের বেশি তুর্কি বাস করেন৷
ক্যানাডা
জরুরি ভিত্তিতে তুরস্ক ও সিরিয়ায় সাড়ে সাত মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ট্রুডো৷
ইউক্রেন
প্রেসিডেন্ট জেলেন্সকি তুরস্কে সহায়তা পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন৷
রাশিয়া
প্রয়োজন হলে ১০০ জন উদ্ধারকর্মী নিয়ে দুটি আইএল-৭৬ বিমান তুরস্কে যেতে প্রস্তুত আছে বলে জানিয়েছে রাশিয়া৷
ইসরায়েল
তুরস্কে উদ্ধারকর্মী, মেডিকেল স্টাফ ও সহায়তা পাঠিয়েছে৷ আর শত্রু রাষ্ট্র হলেও সিরিয়াকে সহায়তা করতে ইসরায়েল প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷
অন্যান্য দেশ ও সংস্থা
অস্ট্রেলিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইটালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, গ্রিস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড বিভিন্ন ধরনের সহায়তা পাঠাচ্ছে৷