তীব্র তাপদাহে অতিষ্ঠ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে এপ্রিল মাস সবচেয়ে উষ্ণ ও শুষ্ক বলে পরিচিত৷ এবছরও তীব্র তাপদাহের কারণে সেসব দেশের অনেক নাগরিকের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে৷
মিয়ানমার
প্রচণ্ড গরমের কারণে জান্তা সরকার ১৭ এপ্রিল অং সান সু চিকে অন্য এলাকায় সরিয়ে নিতে বাধ্য হয়৷ আগে যে ভবনে তাকে রাখা হয়েছিল সেটি একটি জীর্ণ ভবন ছিল৷ মধ্য এপ্রিলে রাজধানীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল৷ ছবিতে ইয়াঙ্গনে রোদ থেকে বাঁচতে মাথায় হ্যাট পরা এক নারীকে দেখা যাচ্ছে৷
থাইল্যান্ড
থাইল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, ১৫টি রাজ্যে অন্তত ২৮ এপ্রিল পর্যন্ত ‘বিপজ্জনক মাত্রার গরম’ থাকবে৷ কিছু এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে৷ ছবিতে ব্যাংককে এক তরুণীকে ফ্যান হাতে দেখা যাচ্ছে৷
ফিলিপাইন্স
আবহাওয়া অফিস বলছে, এল নিনোর কারণে দেশের কিছু এলাকায় তীব্র তাপদাহ হচ্ছে৷ কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে৷ গরমের কারণে কিছু সরকারি অফিস শুরুর সময় এগিয়ে নেওয়া হয়েছে৷ কিছু এলাকায় অনলাইনে স্কুল চলছে৷ বেশিক্ষণ বাইরে না থাকতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে৷
ভারত
পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহারসহ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে৷ ওডিশা ও ঝারখণ্ডে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হয়েছে, স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে৷ ছবিতে পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে টেবিল ফ্যান হাতে দেখা যাচ্ছে৷
বাংলাদেশ
এপ্রিল উষ্ণতম মাস৷ এ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস৷ তবে এবার কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে৷ তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে চারটি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ তাপদাহের কারণে ২১ এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়৷ বৃষ্টি প্রার্থনা করে ঢাকাসহ (ছবি) বিভিন্ন এলাকায় নামাজও হয়েছে৷
ভিয়েতনাম
বিশ্বের অন্যতম সবচেয়ে বড় চাল রপ্তানিকারক ভিয়েতনাম৷ এপ্রিলের শুরুতে সে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল৷ বৃষ্টিও হয়নি৷ তাই অনেক জায়গায় খরা দেখা দিয়েছে৷ কৃষি খাত বিশাল ক্ষতির মুখে পড়েছে৷