তিন মহাদেশের ছয় দেশে ২০৩০-এর বিশ্বকাপ ফুটবল
ফিফার চমক। ২০৩০ সালে পুরুষদের বিশ্বকাপ ফুটবল হবে তিন মহাদেশের ছয় দেশে। এই প্রথমবার তিন মহাদেশ-জুড়ে বিশ্বকাপ হবে।
কোথায় হবে?
ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার ছয়টি দেশে পুরুষদের বিশ্বকাপ ফুটবল হবে। এই দেশগুলি হলো, স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। ছবিতে তিন মহাদেশে বিশ্বকাপ ফুটবলের ঘোষণা করছেন ফিফার প্রেসিডেন্ট।
দক্ষিণ অ্যামেরিকার তিন দেশ কেন?
১৮৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল ফিফা আয়োজিত পুরুষদের বিশ্বকাপ ফুটবল। ২০৩০ সালে তার শতবর্ষপূর্তি হবে। সেজন্যই দক্ষিণ অ্যামেরিকার তিন দেশে খেলা হবে। তবে এই তিনটি দেশই শুরুর তিনটি ম্যাচ আয়োজন করবে। ছবিতে দক্ষিণ অ্যামেরিকার তিন দেশের ফুটবল কর্তারা।
চূড়ান্ত অনুমোদন
তিন মহাদেশের ছয় দেশে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফার গভর্নিং বডি। আগামী বছর ফিফার কংগ্রেসে ২১১টি ফেডারেশনের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত অনুমোদন করবে। তবে সেটা নিছক আনুষ্ঠানিকতা। ছবিটি কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপার নেইমারের।
ফিফার প্রেসিডেন্টের বক্তব্য
ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্য হলো, ''বিভক্ত বিশ্বে ফিফা ও ফুটবল সবাইকে এক করছে। সবাই মিলে আমরা এই সুন্দর খেলার বিশ্বকাপের শতবর্ষ পালন করব।''
৪৮ দলের ১০৪ ম্যাচ
এই বিশ্বকাপে ৪৮টি দল ১০৪টি ম্য়াচ খেলবে। বিশ্বকাপ শুরু হবে উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়েতে। তারপর স্পেন, পর্তুগাল ও মরক্কোয় ম্যাচগুলি হবে। অনেকগুলি দেশ ঘুরে ম্যাচ খেলতে হবে। ফলে ফুটবলার, কর্মকর্তা ও দর্শকদের অনেকগুলি দেশে যেতে হবে। ছবিতে মেসির হাতে বিশ্বকাপ।
এতগুলি দেশ কেন?
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল করা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। বিশেষ করে কাতারের মতো কম জনসংখ্যার ছোট দেশে এতবড় ফুটবল প্রতিযোগিতার আসর নিয়ে কম কথা শুনতে হয়নি ফিফা-কে। এনিয়ে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও উঠেছিল। তাই এবার অনেকগুলি দেশে বিশ্বকাপের আসর বসবে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলও হবে যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকোতে।