ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট বশির
১১ এপ্রিল ২০১৯প্রেসিডেন্টের বিরুদ্ধে টানা বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সুদানের প্রতিরক্ষামন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট আওয়াদ ইবনে আউফ জানান, সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল এবং বশিরকে গ্রেপ্তার করেছে৷
রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে সামরিক পোশাক পরিহিত আওয়াদ ইবনে আউফ বলেন, ‘‘দুই বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ গঠন করা হবে৷''
আগামী তিন মাসের জন্য সুদানে জরুরি অবস্থা জারির পাশাপাশি অনির্দিষ্ট সময়ের জন্য রাতে কারফিউ জারি থাকবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ৷
একইসঙ্গে সংবিধান স্থগিতের পাশাপাশি দেশের সীমান্ত ও আকাশপথ অনির্দিষ্টকাল বন্ধ থাকার ঘোষণা সেনাবাহিনী দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷
১৯৮৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন বশির৷ সুদানের দারফুরে কয়েক বছরের সংঘাতে তিন লাখ মানুষ নিহত হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হন ৭৫ বছর বয়সি এই নেতা৷
অতি মাত্রায় মূল্যস্ফীতির মধ্যে হঠাৎ করে রুটির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ডিসেম্বরে রাজধানী খার্তুমসহ সুদানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়৷ বশির সরকারের অব্যবস্থাপনাকে খাদ্য সংকট ও প্রায় ৭০ ভাগ মূল্যস্ফীতির জন্য দায়ী করেন বিক্ষোভকারীরা৷
এরপর দ্বিতীয় দফায় গত শনিবার থেকে রাজধানী খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে টানা বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ৷ বশিরকে ক্ষমতাচ্যুত করতে সেনা হস্তক্ষেপের দাবি জানানো হয়েছিল ওই বিক্ষোভ থেকে৷
প্রেসিডেন্টের বাসভবন এলাকায় ওই বিক্ষোভের মধ্যে মঙ্গলবার সংঘর্ষে ছয় জন সেনা সদস্যসহ ১১ জন নিহত হন৷ ডিসেম্বর থেকে এই বিক্ষোভ-সংঘর্ষে সুদানে অর্ধ-শতাধিক নিহত হয়েছেন৷
নানা জল্পনা-কল্পনার মধ্যে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে ‘জরুরি ঘোষণা' আসার খবর আসে বিভিন্ন মাধ্যমে৷ শেষ পর্যন্ত বশির সরকারেরই প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর সিদ্ধান্তগুলোর ঘোষণা দেন৷
বশিরের ৩০ বছরের শাসনামলে নানামুখী আন্তর্জাতিক চাপে ছিল সুদান৷ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র সরকার ‘সন্ত্রাসের মদদদাতা' তালিকায় অন্তর্ভূক্ত করে তাঁর সরকারকে৷ এর চার বছর পর সুদানের উপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন৷
এমবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ, এপি, এএফপি)