তিন কন্যার বিয়ে দিলেন হাসিনা
১০ জুন ২০১০পুরানো ঢাকার ভয়াবহ আগুন শুধু শতাধিক মানুষের জীবনই কেড়ে নেয়নি, তিন তরুণীর স্বপ্ন সাধও কেড়ে নিয়েছিল৷ দুই বোন রত্না-রুমা আর আসমার বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা ছিল সেদিন৷ আগুনে তারা শুধু স্বজনই হারায়নি, হারিয়েছিল বিয়ের আশা৷ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কান্নার মধ্যেও বেজেছে সানাইয়ের সুর৷ আগুন থামাতে পারেনি তাদের জীবন৷ মুছে দিতে পারনি জীবনের রং, উৎসবের আয়োজন৷
বুধকার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ‘মা' হিসেবে এই তিন কন্যাকে সম্প্রদান করলেন তাদের স্বামীদের কাছে৷ আলোর ছটা আর বর্নিল আয়োজনে বিয়ের আসরে গণভবন সরগরম ছিল মধ্যরাত পর্যন্ত৷ তারপর বুকে টেনে নিয়ে চোখের জলে প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ির পথে যাত্রা করিয়ে দেন তাঁর তিন কন্যাকে৷ তিন কন্যা বললেন, ‘আমরা সব কিছু হারিয়েও ফিরে পেয়েছি আরেক মাকে'৷ তাদের তিন স্বামী বললেন, ‘যা স্বপ্নেও ভাবিনি তাই বাস্তব হয়ছে'৷
আগুন লাগার ১৫ মিনিট আগে রাত পৌনে ৯টায় এই তিন কন্যা সাজতে পার্লারে যাওয়ায় প্রাণে বেঁচে যান৷আর এই ঘটনা প্রধানন্ত্রীর নজরে এলে তিনি সর্বান্তকরণে তাদের বিয়ের উদ্যাগ নেন৷ গণভবনে এই প্রথমবারের মত কোন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেনীর ছয়শো'র মত অতিথি৷
বর-কনেদের উপহার সামগ্রী এবং ঘর সাজানোর সবকিছুই দেওয়া হয়েছে৷ প্রত্যেককে আট ভরি করে সোনার গহনাও দেওয়া হয়েছে উপহার হিসেবে৷ সবচেয়ে বড় কথা স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাথার উপর ছায়া হয়ে থাকছেন সবসময়৷
প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়