1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারা লুটপাটকে বিনোদন হিসেবে নিয়েছে: ড. মো. তৌহিদুল হক

২৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে কলেজ ছাত্রদের সংঘর্ষ থামানো যাচ্ছে না কেন? ছাত্রদের একাংশ কি বিশেষ কোনো কারণে নিজেদের ‘অনিয়ন্ত্রণযোগ্য' ভাবছেন? বিশ্লেষকদের বিশ্লেষণে এমন ইঙ্গিত খুব স্পষ্ট৷

https://p.dw.com/p/4nPtg

সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. তৌহিদুল হক মনে করেন, "এক শ্রেণির শিক্ষার্থীর মানসিকতা এমন হয়েছে যে তারা ভাংচুর আর মারামারিতে আনন্দ পাচ্ছে। তারা লুটপাটকে বিনোদন হিসেবে নিয়েছে। তারা মনে করছে তাদের থামাবার কেউ নেই। এটা আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে।”

তিনি বলেন, "এখন যা হচ্ছে তা দেশে এক ধরনের অস্থিরতা ও অরাজকতারই নামান্তর। এর ভিতরে অধিকার আদায় বা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কিছু নেই। হাসপাতাল ভাঙচুর, সামান্য কারণে সংঘর্ষ- এগুলো তো এক অস্থির সমাজের প্রতিচ্ছবি।”