1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণ পাকিস্তানিরা সন্ত্রাসবাদ ভুলতে সংগীতের আশ্রয় নিচ্ছে

২৪ আগস্ট ২০১১

তালেবান সহ কট্টরপন্থীদের দাপট, লাগাতার সন্ত্রাসী হামলা, ক্ষমতাকেন্দ্রে অস্থিরতার কঠিন বাস্তব ভুলে থাকতে পাকিস্তানের শহুরে বিত্তবান তরুণ-তরুণীরা ডুব দিচ্ছেন আধুনিক পশ্চিমা সংগীতের জগতে৷

https://p.dw.com/p/12Mnd
People gather at the site of bombing in Peshawar, Pakistan on Thursday, Aug. 11, 2011. A female suicide bomber detonated her explosives near police guarding the scene of an explosion earlier Thursday in this northwestern Pakistani city, a rare double-pronged attack that killed many people. (Foto:Mohammad Sajjad/AP/dapd)
কট্টরপন্থীদের দাপট, সন্ত্রাসী হামলা, ক্ষমতাকেন্দ্রে অস্থিরতা ভুলে থাকতে চায় পাকিস্তানি তরুণরাছবি: dapd

সন্ত্রাসী হামলা, বোমা বিস্ফোরণ, রাজপথে গোলাগুলি – দিনের পর দিন ধরে হিংসা ও হত্যালীলার এই চক্রের মধ্যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক জীবন করা প্রায় অসম্ভব৷ কিন্তু পাকিস্তানের অনেক শহর ও জনপদে এটাই আজকের কঠিন বাস্তব৷ এসব থামানোর উপায় না থাকলে কমপক্ষে ভুলে থাকার চেষ্টা তো করা যায়! সেদেশের তরুণ প্রজন্মের একাংশ ঠিক সেটাই করছে নিজেদের গানের জগতে ভাসিয়ে দিয়ে৷

তবে রক-পপ-রেগে-হেভি মেটাল সংগীতের জগতে প্রবেশ করতে হলে পকেট খালি থাকলে চলে না৷ যেমন সম্প্রতি লাহোরে সারা রাত জলসার এক অনুষ্ঠানের পরিচালনা করতে লন্ডন থেকে উড়িয়ে আনা হয়েছিল ডিজে ফয়জল'কে৷ বিখ্যাত এই ডিজে'কে পেতে উদ্যোক্তারা লন্ডনের বিখ্যাত নাইটক্লাব ‘মিনিস্ট্রি অফ সাউন্ড'এর কাছে দরবার করেছিলেন৷ টিকিটের দাম প্রায় ১০০ মার্কিন ডলার! কোনো ক্লাব বা হল নয় – এক ইটের ভাটায় আয়োজন করা হয়েছিল অভিনব এই অনুষ্ঠান৷ সারারাত নাচ-গানের এই আসরে উপস্থিত ছিলেন তরুণ তাহির আলি৷ তিনি বলেন, ‘‘এটা পাকিস্তান৷ আমার পাকিস্তান৷ পরিবর্তনশীল পাকিস্তান৷ আর বোমা নয়, আর সন্ত্রাস নয়, আমাদের সমাজ বদলাচ্ছে৷'' আশাবাদের এই সুর শোনা গেল অন্যদের কণ্ঠেও৷ তরুণী জুবিয়া নাচতে নাচতে বললেন, ‘‘আপনি দেখবেন, একদিন গোটা পাকিস্তান বদলে যাবে৷ আমরা আমাদের দেশের ভোল পাল্টে দেব৷ আমরা এখানে বিপ্লব নিয়ে আসবো, সন্ত্রাসবাদকে বিদায় করে ছাড়বো৷''

Colombian singer Shakira performs at the 2009 MTV European Music Awards in Berlin, Thursday Nov. 5, 2009. (AP Photo/Joel Ryan)
তরুণ পাকিস্তানিরা সন্ত্রাসবাদ ভুলতে সংগীতের আশ্রয় নিচ্ছেছবি: AP

বলাই বাহুল্য, পাকিস্তানের মতো দেশে পশ্চিমা আধুনিক সংগীতের এমন অনুষ্ঠান ও এই ধারার সংগীতপ্রেমীদের সংখ্যা নগণ্য৷ কিন্তু তা সত্ত্বেও লাহোর, করাচি ও ইসলামাবাদে একশোরও বেশি হেভি মেটাল গোষ্ঠী সংগীত পরিবেশন করে চলেছে বলে মনে করেন জনপ্রিয় ‘টকাটক' গোষ্ঠীর গিটার-বাদক জইন৷ তবে বেশিরভাগ গোষ্ঠীকেই প্রকাশ্যে দেখা যায় না, তারা শুধু পরিচিত লোকজনের সামনেই গান-বাজনা করে৷

এভাবে কঠিন বাস্তব থেকে মুখ ফিরিয়ে নিজস্ব এক জগত গড়ে তুলছে পাকিস্তানের তরুণ প্রজন্মের একটা অংশ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক