1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নাকচ

২৮ সেপ্টেম্বর ২০১১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে৷ তাঁর মতে, বিএনপি যতোই চেষ্টা করুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার তারা বন্ধ করতে পারবে না৷

https://p.dw.com/p/12iO5
Syed Ashraful Islam is the local government minister of Bangladesh Government.
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

নয়াপল্টনের সমাবেশে মঙ্গলবার বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর এই দাবি নাকচ করে দিয়ে বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে৷ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন করার সুযোগ নেই৷ তিনি বলেন, আদালতের সিদ্ধান্তেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে৷ সৈয়দ আশরাফ বিগত তত্ত্বাবধায়ক সরকারেরর সময়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ আর কখনোই ঐ ব্যবস্থায় ফিরে যাওয়ার চিন্তা করেনা৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি'র আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য যুদ্ধাপরাধী এবং দুর্নীতিবাজদের রক্ষা করা৷ খালেদা জিয়া তাই যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তি দাবি করছেন৷ কিন্তু বিএনপি কোনভাবেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেনা বলে জানান সৈয়দ আশরাফ৷

তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ নেই৷ তাই বিএনপি'কে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি৷ আর নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নিচ্ছে সরকার৷ নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সরকার সার্চ কমিটি গঠন করবে বলেও জানান সৈয়দ আশরাফ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ