‘ঢাকার বাইরে ক্রিকেটের উন্নয়নে আগ্রহী নন কর্মকর্তারা’
১৪ ডিসেম্বর ২০১১স্বভাবতই হতাশ ক্রিকেট অনুরাগীরা৷ বিশেষ করে, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ওভাবে হারাটা অনেকে মেনে নিতে পারছেন না৷ ফলে তারা চেষ্টা করছেন কারণ খোঁজার৷ এরই মধ্যে অবশ্য অধিনায়ক মুশফিকুর রহিম একটা কারণের কথা বলেছেন৷ আর সেটা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে সমস্যা৷
তবে এই কারণটা যে নতুন তা নয়৷ ক্রিকেট কর্মকর্তারাও সেটা জানেন এবং উপলব্ধি করেন যে, হ্যাঁ ঘরোয়া ক্রিকেটের উন্নতি করতে হবে৷ কিন্তু তারপরও কাজের কাজ হচ্ছে না৷ তাহলে সমস্যাটা কোথায়?
অনেকদিন ধরে ক্রিকেট কাভার করছেন সাংবাদিক আবু সাদাত৷ কাজ করছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে৷ তিনি বললেন, ক্রিকেট বোর্ডে যারা বসে আছেন তারা সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকতে চান৷ কারণ সেগুলোতে আর্থিকভাবে লাভবান হওয়া যায়৷ অন্যদিকে ঘরোয়া ক্রিকেট বা ঢাকার বাইরের ক্রিকেট নিয়ে কাজ করাটা যেমন কষ্টের, তেমনি আর্থিক সুবিধাটাও নেই৷ ফলে সেদিকে নজর দিতে আগ্রহী হন না বোর্ড কর্মকর্তারা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক