1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার ফ্যাশন আসরে আজ মিস ইন্ডিয়া উষসী

১৮ জুন ২০১১

ঢাকায় আসছেন গত বছরের মিস ইন্ডিয়া খেতাবজয়ী উষসী সেনগুপ্ত৷ ঢাকা ফ্যাশন সপ্তাহ উপলক্ষ্যে তাঁর এই আগমন৷ ১৫ জুন বুধবার থেকে শুরু হওয়া ঢাকা ফ্যাশন সপ্তাহের এবারের আসর বসেছে ঢাকার ওয়েস্টিন হোটেলে৷

https://p.dw.com/p/11eY9
ছবি: DW

আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকা ফ্যাশন সপ্তাহের শেষ দিনে আজ হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত র‌্যাম্প মডেলিংয়ে অংশ নেবেন উষসী৷ নিউ জড়োয়া হাউসের পোশাক পরে ওয়েস্টিনের ব়্যাম্পে অংশ নেবেন৷

২২ বছর বয়সি কলকাতার মেয়ে উষসী'র পূর্বপুরুষদের বসবাস ছিল আজকের বাংলাদেশেই৷ ১৯৪৭ সালে দেশভাগের সময় তাঁর পরিবার ভারত চলে যান৷ বর্তমানে তিনি মুম্বইয়ে বাস করেন৷ বাংলাদেশে আসার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি৷

১৯৮৮ সালের ৩০ জুলাই কলকাতায় জন্ম উষসীর৷ বাবা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন কর্মকর্তা৷ মা গৃহিনী৷ গত বছরের ২৯ মে যুক্তরাষ্ট্রের পর্যটন নগরী লাস ভেগাসে অনুষ্ঠিত ‘আই অ্যাম শি' শীর্ষক মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১০ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরেন তিনি৷ পরে ২০১০ সালের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন মুম্বইয়ের বাসিন্দা এই বাঙালি সুন্দরী৷

সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি৷ মিস ইন্ডিয়া হওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে র‌্যাম্প মডেলিংয়ে অংশ নিয়েছেন৷ ভারতের শীর্ষ-স্থানীয় এই র‌্যাম্প-মডেলের আগামী দিনের লক্ষ্য বলিউডে জায়গা করে নেওয়া৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়