ঢাকার জনপ্রিয় মঞ্চ নাটক
বাংলাদেশে মঞ্চ নাটকের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য, অসংখ্য গুণী টেলিভিশন-চলচ্চিত্র অভিনয় শিল্পী এসেছেন এখান থেকে৷ ঢাকায় বিভিন্ন সময়ে মঞ্চস্থ হওয়া জনপ্রিয় কিছু নাটকের কথা থাকছে এই ছবিঘরে৷
রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুরের এ নাটক ঢাকার মঞ্চে এনেছিল নাগরিক নাট্য সম্প্রদায়। নাটকের নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকটি এখনো জনপ্রিয়, নিয়মিত মঞ্চস্থ হচ্ছে ঢাকার মঞ্চে।
নূরলদীনের সারাজীবন
সৈয়দ শামসুল হক রচিত নাটকটি সর্বপ্রথম মঞ্চে আসে ১৯৮২ সালে৷ আলী যাকেরের নির্দেশনায় নাটকটি প্রথম মঞ্চস্থ করে নাগরিক নাট্য সম্প্রদায়। ইতিহাসের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীনের জীবন চেতনা নিয়ে নির্মিত এ নাটকের কাহিনী।
বিচ্ছু
ফরাসি নাট্যকার মলিয়রের এই নাটক ১৯৯১ সালে মঞ্চে আনে নাট্যকেন্দ্র৷ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। ১৯৯৭ সাল পর্যন্ত ঢাকায় নিয়মিত মঞ্চস্থ হয়েছে নাটকটি। পরে বিচ্ছিন্নভাবে কিছু প্রদর্শনী হয়েছে।
কঞ্জুস
লোক নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘কঞ্জুস’। ফরাসি নাট্যকার মলিয়ের ‘দ্য মাইজার’-এর অনুবাদ করে নাট্যরূপ দিয়েছেন তারিক আনাম খান৷ নাটকের নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী৷ গত ৩০ বছর ধরে নাটকটি নিয়মিতভাবে মঞ্চস্থ হয়ে আসছে। ২০১৭ সালের ডিসেম্বরে ৭০০তম প্রদর্শনী হয়েছে এই নাটকের৷
যৈবতী কন্যার মন
নাট্যাচার্য সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’ নাটকটি মঞ্চে এনেছিল ঢাকা থিয়েটার। এর নির্দেশনা দিয়েছিলেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। ২০০২ সাল পর্যন্ত নাটকটির নিয়মিত মঞ্চায়ন হয় ঢাকায়।
বিনোদিনী
ঢাকার ‘মঞ্চকমল’ হিসেবে পরিচিত শিমুল ইউসুফের অনবদ্য অভিনয়ে বাংলাদেশে দর্শকপ্রিয় হয়ে ওঠে নাটক ‘বিনোদিনী’৷ ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা এটি৷ ‘বিনোদিনী দাসী’র আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার কথা’ ও ‘আমার অভিনয় জীবন’-এর আলোকে এ নাটকের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নাটকের নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু।
দেওয়ান গাজীর কিসসা
নাগরিক নাট্য সম্প্রদায়ের এ নাটক সর্বপ্রথম মঞ্চে আসে ১৯৭৭ সালে। বের্টল্ড ব্রেশটের মূল নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন আসাদুজ্জামান নূর। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র দেওয়ান গাজী ও মাখন চরিত্রে অভিনয় করেন আলী যাকের ও আবুল হায়াত৷
বেহুলার ভাসান
বেহুলা লখিন্দর উপাখ্যান অবলম্বনে নাটক-চলচ্চিত্র হয়েছে ঢের৷ তবে ‘বেহুলার ভাসান’ নামে এর নাট্যরূপ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ৷ তাঁর নির্দেশনায় ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।
ম্যাকবেথ
উইলিয়াম শেকসপিয়ারের এই ট্রাজেডি মঞ্চে এনেছে পদাতিক নাট্য সংসদসহ একাধিক নাট্যদল৷ বহুল আলোচিত এই নাটকও মঞ্চায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ৷ বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহিনের নির্দেশনায় ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে তাদের প্রথম মঞ্চায়ন হয়৷ শিক্ষার্থীদের পরিবেশনারই ছবি এটি৷
কথা ৭১
মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে লেখা ‘কথা ৭১’ নাটকটি মঞ্চে এনেছিল ঢাকা পদাতিক৷ কুমার প্রীতিশ বলের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
সময়ের প্রয়োজনে
শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছোট গল্প অবলম্বনে ‘সময়ের প্রয়োজনে’ নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৫ সালে। এ নাটকটিও মুক্তিযুদ্ধভিত্তিক।
ত্রিংশ শতাব্দী
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আনবিক বোমা বিস্ফোরণের বিষাদময় ঘটনা নিয়ে আবর্তিত নাটক ‘ত্রিংশ শতাব্দী’৷ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
জলদাস
এ নাটকটি মঞ্চে এনেছে ঢাকা পদাতিক। দেশের মৎস্যজীবীদের কঠিন জীবনসংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি। নাটকটি রচনা করেছেন হারুন অর রশীদ এবং নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী।