ডাস্টবিন নয়, রাস্তাই বেছে নিচ্ছেন ঢাকাবাসী
প্রায় দেড় কোটি মানুষের শহর ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা বেশ নাজুক৷ দু’টি সিটি কর্পোরেশন বিপুল সংখ্যক বাসিন্দার প্রতিদিনের বর্জ্য অপসারণে যেমন অদক্ষ, তেমনি এ শহরের বেশিরভাগ বাসিন্দাই আবর্জনা ফেলার ব্যাপারে অসেচতন এবং উদাসীন৷
কন্টেইনার আছে, তবুও...
ঢাকা শহরের মালিবাগের তালতলা এলাকায় সড়কের অর্ধেকজুড়ে ফেলা হয় আবর্জনা৷ ময়লা ফেলার কন্টেইনার থাকলেও, এলাকার বাসিন্দারা ময়লা ফেলেন বাইরে, সড়কের উপরেই৷
দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
খোলা জায়গায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধে কষ্ট করে চলতে হয় পথাচারীদের৷
ক’দিনেই লোপাট ডাস্টবিন
ঢাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ বছরের শুরুর দিকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পুরো শহরজুড়ে সড়কের পাশে পাশে স্থাপন করেছিল কয়েক হাজার ডাস্টবিন৷ কিন্তু অল্প দিনের মধ্যেই এ সব ডাস্টবিনের বড় একটি অংশ চুরি হয়ে যায়, পড়ে থাকে শুধু তার স্ট্যান্ডগুলো৷
পথচারীদের চলাফেরায় ব্যাঘাত
চুরি যাওয়া ডাস্টবিনের সেসব স্ট্যান্ড এখন পথচারীদের চলাফেরায় ব্যাঘাত ঘটায় অনেক জায়গাতেই৷
ডাস্টবিন থাকলেই বা কী?
সিটি কর্পোরেশনের বসানো সড়কের পাশের যেসব ডাস্টবিন এখনো টিকে আছে, এটি তার একটি৷ ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার এ ডাস্টবিন খালি থাকা সত্ত্বেও ময়লা ফেলা হয়েছে বাইরে৷
সড়কজুড়ে ফেলা হয়েছে ময়লা
বিপরীত চিত্র ঢাকার মিরপুর এলাকায়৷ নিয়মিত ডাস্টবিন পরিষ্কার না করায় বাধ্য হয়ে এলাকাবাসী ময়লা ফেলেছেন ডাস্টবিনের বাইরে, সড়কজুড়ে৷
ভাঙাচোরা কন্টেইনার
অনেক এলাকাতে রাখা হয় ময়লা ফেলার ভাঙাচোরা কন্টেইনার৷ ফলে ময়লা বাইরে ছড়িয়ে পড়ে সহজেই৷
উড়াল সড়কের নীচে আবর্জনা
ঢাকার যাত্রাবাড়ী এলাকার কিছু বাসিন্দ ময়লা ফেলেন মেয়র হানিফ উড়াল সড়কের নীচের সড়ক বিভাজনের ওপর৷
অসহনীয় এক পরিবেশ
মেয়র হানিফ উড়াল সড়কের নীচে ফেলা ময়লা-আবর্জনা জ্বালানো হয় দিনে-দুপুরে৷ ফলে এলাকার পরিবেশ অসহনীয় হয়ে ওঠে৷
বুড়িগঙ্গাই যখন ডাস্টবিন!
বুড়িগঙ্গার দক্ষিণ তীরে আগানগর এলাকার বাসিন্দরা ময়লা ফেলেন সরাসরি বুড়িগঙ্গা নদীতেই৷
বাদামতলীর অপচনশীল প্লাস্টিক
পুরনো ঢাকার সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার বাদামতলী৷ সেখানকার ব্যবসায়ীরা নানান অপচনশীল প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলেন সরাসরি বুড়িগঙ্গা নদীতে৷
খোলা জায়গা মানেই আবর্জনার স্তূপ
ঢাকার মিরপুর বাংলা কলেজের বিপরীত পাশে ময়লা ফেলার কোনো কন্টেইনার না থাকায় ঐ এলাকার বাসিন্দারা ময়লা ফেলেন কড়কের ওপরে খোলা জায়গাতেই৷
সড়ক বিভাজনের ওপরই...
হাতিরপুল এলাকার বাসিন্দাদের অনেকেই ময়লা ফেলেন সড়ক বিভাজনের ওপর৷
অভিজাত এলাকাও বাদ নেই
ঢাকার অভিজাত আবাসিক এলাকার একটি মহাখালী ডিওএইচএস-এর প্রবেশমুখে ময়লা আবর্জনার স্তূপ৷
মেডিক্যাল কলেজের বর্জ্য
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নানান ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলা হয় সামনের ডাস্টবিনেই৷
হরহামেশাই যে দৃশ্য দেখা যায়
দিনের বেলা বর্জ্য অপসারণের নিয়ম না থাকলেও হরহামেশাই সে দৃশ্য দেখা যায় ঢাকা শহরে৷
সড়কজুড়ে ময়লার কন্টেইনার!
সড়কের সিংহভাগ দখল করে ময়লা ফেলার কন্টেইনার রাখার এ দৃশ্য ঢাকার মিরপুর এলাকার৷
আধুনিক মানের ডাস্টবিন
ঢাকার হাতিরঝিলে বসানো হয়েছে চীন থেকে আনা আধুনিক মানের ডাস্টবিন৷ এ সব ডাস্টবিনে পুনরায় ব্যবহারযোগ্য ও অন্যান্য বর্জ্য ফেলার আলাদা কন্টেইনার আছে৷
ময়লার ভাগাড়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোশেনের সব ময়লা এনে ফেলা হয় ডেমরার ডাম্পিং ইয়ার্ডে৷ উত্তর সিটি কর্পোশেনেরও এরকম একটি বড় ময়লার ভাগাড় আছে আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে৷