বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘‘এখানে তো একটা জিনিস বিক্রি করে আপনি আরেকটা জিনিস কিনছেন৷ আবার পরিবহণ খরচ একটা বড় বিষয়৷ তেলের দাম যদি বাড়ে তাহলে তো পরিবহণ খরচও বাড়বে৷ যদি পরিবহণ খরচ বাড়ে তাহলে আপনার উৎপাদন খরচও বেড়ে যাবে৷ আর তৃতীয়ত, আমাদের তো ডলারের মূল্য বেড়ে গেছে৷ ফলে রেশনালি সব জিনিসের দামই বেড়েছে৷’’