1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের আর্লিংটন সফর রাজনৈতিক স্টান্ট: কমলা হ্যারিস

১ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘‘ডনাল্ড ট্রাম্পের আর্লিংটন কবরস্থানে প্রচারণা চালানোর বিষয়টি অসম্মানজনক৷'' এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷

https://p.dw.com/p/4k9Ji
সেনাকর্মীদের আত্মীয়ের সঙ্গে ট্রাম্প
২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সময় নিহত ১৩ জন সেনা সদস্যের সম্মানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্পছবি: Alex Brandon/AP/dpa/picture alliance

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এক্স প্ল্যাটফর্মে শনিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্লিংটন কবরস্থান সফরের তীব্র নিন্দা করেছেন৷ 

তিনি বলেন, ‘‘এই সফর অসম্মানজনক এবং রাজনৈতিক স্টান্ট৷''

আরলিংটন কবরস্থান ‘রাজনীতির জায়গা নয়', মন্তব্য কমলা হ্যারিসের৷ তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘‘এটা একটা গৌরবময় স্থান; এমন একটা জায়গা যেখানে আমরা আমেরিকান বীরদের সম্মান জানাতে একত্রিত হয়েছি যারা এই জাতির সেবায় চূড়ান্ত আত্মত্যাগ করেছেন৷ এটা রাজনীতির জায়গা নয়৷''

২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সময় নিহত ১৩ জন সেনা সদস্যের সম্মানে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিতে ট্রাম্প সোমবার কবরস্থানে উপস্থিত ছিলেন৷ সাবেক প্রেসিডেন্ট পরিষেবা সদস্যদের আত্মীয়দের সঙ্গে সেইসময় ছবি তোলেন৷ তার প্রচারণা দল সেই ভিডিও তুলেছে এবং বিজ্ঞাপনে ব্যবহার করেছে৷

ফেডারেল আইন এবং পেন্টাগনের নীতি অনুযায়ী, কবরস্থান এবং পানশালাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় না বা সেখানে রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই৷

কমলা লিখেছেন, ‘‘আমাকে স্পষ্ট করে বলতে দিন৷ সাবেক প্রেসিডেন্ট একটি রাজনৈতিক স্টান্টের জন্য পবিত্র ভূমিকে অসম্মান করেছেন৷''

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিরল বিবৃতি জারি করে বলেছে, ‘‘ট্রাম্পের প্রচারণা দলকে সাম্প্রতিক যুদ্ধে নিহত সেনাদের সমাধি বিভাগে ছবি তোলা বন্ধ করতে বলার পর কবরস্থানের এক কর্মী সদস্যকে হঠাৎ করে একপাশে সরিয়ে দেওয়া হয়৷''

ট্রাম্পের প্রচারাভিযান দল সেই কর্মীর তীব্র সমালোচনা করে তাকে ‘ঘৃণ্য ব্যক্তি' বলে অভিহিত করেছে৷

সামরিক বাহিনী স্পষ্ট করে বলেছে, স্টাফ সদস্য ‘পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন' এবং অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে৷

ডনাল্ড ট্রাম্পের জন্য এটা নতুন কিছু নয়'

যুক্তরাষ্ট্রের যেসব সেনা সদস্য যুদ্ধক্ষেত্র হতে ফেরত আসেন তাদের বলা হয় ভেটেরান৷ সেই ভেটেরানদের ট্রাম্পের অবমাননার ইতিহাসেরও উল্লেখ করেছেন কমলা হ্যারিস৷

তিনি লেখেন, ‘‘ডনাল্ড ট্রাম্পের কাছে এটা নতুন কিছু নয়৷ এটা এমন একজন ব্যক্তি যিনি আমাদের সাবেক পরিষেবা সদস্যদের শোষক এবং পরাজিত বলেছেন এবং সম্মানপদক প্রাপ্তদের অবমাননা করেছেন৷''

ইউএস আউটলেট ‘দ্য আটলান্টিক' দ্বারা প্রকাশিত ২০২০ সালের নিবন্ধে বলা হয়েছে, ট্রাম্প ওই সেনাদের ‘শোষক' এবং ‘পরাজিত' বলেছিলেন, তবে সাবেক প্রেসিডেন্ট এ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন৷   

ট্রাম্প সফরে যা হল

ট্রাম্পের আর্লিংটন সফর নিয়ে বেশ কয়েকজন ভেটেরান এবং সেনাদের আত্মীয়রাও সমালোচনা করেন৷

শুক্রবার রাতে পেনসিলভানিয়ার জনসটাউনে ট্রাম্প বলেন, ‘‘যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো ঐ সেনাদের পরিবারই নাকি তার সঙ্গে নিজেদের ছবি তুলতে বলেছিল৷

তার দাবি, ‘‘আমি বললাম অবশ্যই৷ আমার প্রচারের প্রয়োজন নেই, আমি অনেক কম প্রচার পেতে চাই৷''

ট্রাম্প এই সমালোচনার জন্য হোয়াইট হাউসকে দায়ী করেছেন৷

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে বাইডেন-হ্যারিস প্রশাসনের পরিচালনার দিকটির সমালোচনা করেন ট্রাম্প৷ তার যুক্তি, তিনি ওই কাজ অনেক ভালভাবে পরিচালনা করতে পারতেন৷

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন৷ তার আগেই ভোটের প্রচারণা রোজই নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে৷ ট্রাম্প বারবার ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসের পারফরম্যান্স এবং জাতিগত পরিচয় নিয়ে উপহাস করে চলেছেন৷

হ্যারিস যদিও ট্রাম্পকে ‘অদ্ভুত' এবং ‘ভাবনাচিন্তার ঠিক নেই' বলে উল্লেখ করেছেন৷

যুক্তরাষ্ট্রের যেসব সেনা সদস্য যুদ্ধক্ষেত্র হতে ফেরত আসেন তাদের বলা হয় ভেটেরান৷ হ্যারিস এবং ট্রাম্প উভয়েই ভেটেরান ভোটারদের মন জয় করতে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷

আর্লিংটনের ঘটনা ভেটেরানদের ভোটে প্রভাব ফেলবে কিনা তা অস্পষ্ট এখনো৷ এপ্রিলের এক প্রতিবেদনে, পিউ রিসার্চ সেন্টার দেখেছে, সামরিক ভেটেরাননা রিপাবলিকান পার্টির পক্ষে৷

আরকেসি/এআই (এএফপি, রয়টার্স)