ট্রাম্প এবার ‘তদন্তকারীদের তদন্ত' শুরু করলেন
২৪ মে ২০১৯২০১৬ সালে ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার সঙ্গে অশুভ আঁতাত নিয়ে তদন্তে আপাতত রেহাই পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পালটা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছেন৷ এমন মারাত্মক অভিযোগ ও তদন্তের উৎস নিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার-কে তদন্তের দায়িত্ব দিয়েছেন৷ সেইসঙ্গে সব মার্কিন গোয়েন্দা সংস্থাকে এ কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ ‘তদন্তকারীদের তদন্ত' তাঁর কাছে মানসম্মান রক্ষার বিষয় হয়ে উঠেছে৷
রবার্ট মালারের নেতৃত্বে তদন্তের ফলাফলের নিজস্ব ব্যাখ্যা দিয়ে ট্রাম্প নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন৷ অথচ তদন্তের রিপোর্টে সরাসরি ট্রাম্প-কে সরাসরি দোষী সাব্যস্ত না করলেও মালার অনেক অসঙ্গতির প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন৷ মার্কিন কংগ্রেস সম্পূর্ণ রিপোর্ট প্রকাশের দাবিতে অটল রয়েছে এবং অনেক বিষয় খোলাসা করতে প্রশাসনের একাধিক ব্যক্তিকে তলব করেছে৷ হোয়াইট হাউস যতটা সম্ভব বাধা সৃষ্টি করে সেই উদ্যোগ বানচাল করার চেষ্টা চালাচ্ছে৷ ফলে বিরোধী ডেমোক্র্যাটিক দলের মধ্যে ট্রাম্প-কে পদচ্যুত করার ডাক জোরদার হচ্ছে৷
‘তদন্তকারীদের তদন্ত' নিয়ে ট্রাম্প প্রশাসনের এই তাগিদের পরিণতি মারাত্মক হতে পারে বলে অনেক মহল মনে করছে৷ সাম্প্রতিক কোনো তদন্ত সংক্রান্ত নথিপত্রের উপর থেকে গোপনীয়তার ঢাল তুলে নেবার প্রশ্নে এফবিআই-সহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি তীব্র প্রতিরোধ করে থাকে৷ অথচ ট্রাম্প বার-কে ঠিক সেই নির্দেশ ও সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন৷ বার ইতোমধ্যেই কনেকটিকাট রাজ্যের অ্যাটর্নিকে রাশিয়া কেলেঙ্কারির তদন্তের উৎস নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তদন্তের সময় নজরদারি ও গুপ্তচরবৃত্তির যে কৌশল অবলম্বন করা হয়েছিল, তা আইন মেনে প্রয়োগ করা হয়েছিল কিনা, বার সে বিষয়ে রিপোর্ট চেয়েছেন৷ উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার তাঁর প্রচার টিমের উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছেন৷
এদিকে ডেমোক্র্যাটিক দলের নেতা ও সংসদের নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সংঘাত আরো তীব্র মাত্রা ধারণ করছে৷ পেলোসি মনে করেন, ট্রাম্প অধীর আগ্রহে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন৷ তাঁর মতে, ডেমোক্র্যাটিক দল তড়িঘড়ি করে এমন কোনো উদ্যোগ না নেওয়ায় ট্রাম্প ক্ষুণ্ণ হচ্ছেন৷ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মানসিকভাবে কাজ করার যোগ্য কিনা, পেলোসি সেই প্রশ্নও তোলেন৷ এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কাছে তিনি ‘দেশের স্বার্থে' হস্তক্ষেপের ডাক দিয়েছেন৷
ট্রাম্প নিজেও পেলোসি সম্পর্কে তীব্র বিরক্তি প্রকাশ করছেন৷ তাঁর নেতৃত্বে ডেোমক্র্যাটিক দল যেভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে, সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চলেছেন ট্রাম্প৷ এমনকি জাতীয় স্তরে অবকাঠামোর উন্নয়ন নিয়ে দুই দলের নেতাদের আলোচনার সময়েও ট্রাম্প আচমকা ঘর ছেড়ে বেরিয়ে যান৷
এসবি/এসিবি (এপি, এএফপি)