1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেট

৮ এপ্রিল ২০১২

শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে নিজের অধিনায়কত্ব টিঁকিয়ে রাখলেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস৷ আর টেস্ট ব়্যাংকিং’এও তাদের দল শীর্ষস্থান ধরে রাখলো৷

https://p.dw.com/p/14ZYa
ছবি: dapd

কিছুদিন আগে পাকিস্তানের কাছে ৩-০তে টেস্ট সিরিজে ধবল ধোলাই হয়েছিল ইংলিশরা৷ পাকিস্তানের মাটিতে নয়, সংযু্ক্ত আরব আমিরাতের মত নিরপেক্ষ ভেন্যুতে৷ এরপর ণর সফরে গিয়ে প্রথম টেস্টেও ৭৫ রানের বড় ব্যাবধানে হেরে বসে অ্যান্ড্রু স্ট্রাউসের দল৷ ইংলিশ দলের এই পতনে চারদিক থেকে সমালোচনার ঝড় বেশ বড় হয়ে উঠছিল৷ দলের পাশাপাশি অধিনায়ক স্ট্রাউসের পারফরমেন্সও যেন গোটা দলের বেহাল দশার চিত্র ফুটিয়ে তুলছিল৷ তবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাড়ায় ইংলিশ দল৷ কেভিন পিটারসনের দুর্দান্ত সেঞ্চুরিই মূলত তাদের আত্মবিশ্বাস ফেরাতে সহায়তা করে৷ আট উইকেটের জয়ের ফলে সিরিজ ড্র করেছে স্ট্রাউসের দল৷ পাশাপাশি টেস্ট ব়্যাংকিং'এ শীর্ষ জায়গাটাও তারা ধরে রাখতে পারছে৷

এই জয়ের পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন অ্যান্ড্রু স্ট্রাউস৷ বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অবশ্য নিজের তেমন ভালো যাচ্ছে না৷ গত ৫০টি ইনিংসের একটিতেও সেঞ্চুরি পাননি এই ওপেনার৷ তবে পি সারা ওভালের টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানের একটি ইনিংস আছে তার৷ নিজের সামর্থ্য নিয়েও তার কোন সন্দেহ নেই৷ তবে এই মুহূর্তে নিজের পারফরমেন্সের চেয়ে দলের পারফরমেন্সের দিকে তার নজর৷ সেই হিসেবে আপাতত সন্তুষ্ট তিনি৷ এদিকে শ্রীলঙ্কা সফরের পর সামনে আরও দুটি বড় সিরিজ আছে তাদের সামনে৷ ওয়েস্ট ইন্ডিজ এবং এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় পরাশক্তি দক্ষিণ আফ্রিকা৷ তবে ইংলিশ দলের সুবিধা হলো নিজ দেশের পরিচিত কন্ডিশনেই পাচ্ছে তারা দুই দলকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য