1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেট নিয়ে মার্টিন ক্রোর নতুন প্রস্তাব

২৪ সেপ্টেম্বর ২০০৯

টোয়েন্টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকায় ভাটা পড়ছে টেস্ট ক্রিকেটে৷ এ অবস্থায় টেস্ট ক্রিকেটকে রক্ষার জন্য নতুন একটি পরিকল্পনা পেশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো৷

https://p.dw.com/p/JnfJ
ছবি: AP

প্রস্তাব দিয়েছেন প্রতি বছর নক-আউট টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের৷ তাঁর এ পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর টুর্নামেন্টের ফাইনাল হবে লর্ডসে৷

এমসিসি ওয়াল্ড র্ক্রিকেট কমিটির সদস্য ক্রো নভেম্বরে তাঁর এই পরিকল্পনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-তে পেশ করবেন৷ তবে এরই মধ্যে এটি তিনি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে৷ ক্রো মনে করেন, এই প্রতিযোগিতা হওয়া উচিত সেরা আটটি দলের মধ্যে৷ সে হিসেবে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাচ্ছে বাংলাদেশ৷ তবে ক্রোর বক্তব্য হচ্ছে, পারফরম্যান্সে উন্নতি করে সেরা আটে চলে এলে বাংলাদেশ এ আসরে অংশ নিতে পারবে৷

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাংসদ আ হ ম মোস্তফা কামাল যিনি লোটাস কামাল নামে পরিচিত৷ বুধবার সকালে সরকারি এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়৷

তিনি বলেন, দায়িত্ব নিয়ে কাজ করতে চাই৷ এটা কোনও রাজনৈতিক প্ল্যাটফরম নয়৷ তাই রাজনৈতিক বিবেচনায় কোনও কাজ করা হবে না৷ যোগ্যতানুযায়ীই বোর্ড সদস্যরা কাজ করে যাবেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই