1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সৌরভ

ফাহমিদা সুলতানা৭ অক্টোবর ২০০৮

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন৷ মঙ্গলবার তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চারটি টেস্ট সিরিজে খেলার পর তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন৷

https://p.dw.com/p/FVlq
ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী (ফাইল ফটো)ছবি: AP

বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে টেস্ট শুরুর আগে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩৬ বছর বয়স্ক সাবেক এই ভারতীয় অধিনায়ক৷ প্রশিক্ষণের পর তিনি সাংবাদিকদের বলেন, এটিই হচ্ছে আমার শেষ সিরিজ৷ সৌরভ বলেন, এইখানে আসার আগে আমি আমার টীম মেটদের সঙ্গে কথা বলেছি, এবং আমি আশা করি জেতার মধ্যে দিয়েই আমি বিদায় নেবো৷

গত মাসে পাঁচ-দিনের অভ্যন্তরীণ ইরানী কাপে বাদ পড়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে সৌরভ গাঙ্গুলীর অন্তর্ভুক্তিটা অনেকটা হঠাত্‌ করেই৷ গাঙ্গুলী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক৷ তত্‌কালীন কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে সমস্যার কারণে ২০০৫ সালে সৌরভ বরখাস্ত হবার আগে পর্যন্ত ৪৯টি ম্যাচের মধ্যে ২১টিতেই জয়ী হন৷

নির্ভরযোগ্য বাঁ হাতি এই ক্রিকেটার ১৯৯৬ সালে টেস্ট খেলা শুরু করেন৷ ১০৯টি টেস্ট-এ সৌরভ ৬,৮৮৮ রান করেন৷ সেঞ্চুরী করেছেন ১৫টি৷ ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি রান করেছেন এগারো হাজার তিন শ ছত্রিশ৷