1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন চামিন্দা ভাস

১৯ জুলাই ২০০৯

শ্রীলংকার ক্রিকেটার চামিন্দা ভাস টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন৷ আগামীকাল সোমবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অংশ নেবার পর তিনি অবসরে যাবেন বলে জানা গেছে৷

https://p.dw.com/p/IshL
টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে চামিন্দা ভাসছবি: AP

৩৫ বছর বয়সী বাঁ হাতি এই ক্রিকেটার বলেন, টোয়েন্টি টোয়েন্টি এবং একদিনের আন্তর্জাতিকে খেলা অব্যাহত রাখার ইচ্ছে আছে তাঁর৷ তিনি আরও বলেন, টেস্টের পরে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন৷

দলের প্রধান নির্বাচক অশান্তা দ্য মেলের সঙ্গে আলোচনার সময় এই কথা জানা যায়৷ বিবিসি জানায়, দ্য মেল বলেছেন, টেস্ট থেকে অবসর নেবেন ভাস, তবে এই বোলার তা অস্বীকার করেন৷ এটিই তাঁর শেষ টেস্ট হতে যাচ্ছে, এই কথা জানিয়ে দ্য মেল বলেন, তা সত্ত্বেও টেস্ট দলে অন্তর্ভুক্ত থাকবেন ভাস৷

চামিন্দা ভাস ১১০টি টেস্টে অংশ নিয়েছেন৷ উইকেট নেয়ার দিক থেকে শ্রীলংকার ক্রিকেটার মুটিয়াহ মুরালিধরনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে চামিন্দা ভাসের নাম৷ তিনি ৩৫৪টি উইকেট নিয়েছেন৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই