টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান
২৮ মে ২০২৩এর ফলে গত দুই দশক ধরে তুরস্কের ক্ষমতার কেন্দ্রে থাকা এর্দোয়ান প্রেসিডেন্ট হিসেবে আবারো পাঁচ বছরের জন্য দেশটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন৷
শতকরা ৯৭ ভাগ ভোট গণনা শেষে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, নির্বাচনে ৫২দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ আর প্রধান বিরোধী জোটের নেতা কেমাল কিলিচদারোলু পেয়েছেন ৪৭ দশমিক নয় শতাংশ ভোট৷
প্রায় ছয় কোটি ভোটারের ৮৫ দশমিক ৫৫ শতাংশ ভোটার দ্বিতীয় দফায় ভোট দেন৷
একই তথ্য দিয়েছে বেসরকারি সংবাদমাধ্যম এএনকেএ৷ বিরোধী দলের সাথে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি তথ্য অনুযায়ী এর্দোয়ান ৫২ দশমিক এক এবং কিলিচদারোলু পেয়েছেন ৪৭ দশমিক নয় শতাংশ ভোট৷ এতে এরদোয়ান বেসরকারি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন৷
প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন৷ ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ৪৯ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ের কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান৷ এরপরই ছিলেন কিলিচদারোলু৷ তার ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ৷
ভোটের ফল আসার পর নিজের শহর ইস্তাম্বুলে এক ভাষণে এর্দোয়ান বলেন, ‘‘ আমরা আগামি পাঁচ বছর দেশ পরিচালনা করব৷ সৃষ্টিকর্তা চাইলে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব৷’’
আরআর/এফএস (এএফপি, ডিপিএ)