1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্বালানি তেলের পর বাস ভাড়া বাড়লো

৩১ ডিসেম্বর ২০১১

জ্বালানি তেলের দাম বাড়ায় দূর পাল্লার বাসে ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানো হয়েছে৷ ঢাকা চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি৷ তবে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে৷

https://p.dw.com/p/13cHi
MANIPUR-4---LONG Q OF VEHICLES TO THE PETROL PUMPS TO BUY FUEL. Bilder: Von Prabhakar Mani Tewari aus Kolkata, DW Hindi Korrospondent, Fotos aus, Manipur, Indien, Datum 10.10.2011 Wir sind berechtigt diese Bilder zu benutzen
ফাইল ছবিছবি: DW

নতুন বছরের শুরুতেই যাত্রীদের পরিবহনে বেশি ভাড়া গুনতে হবে৷ বৃহস্পতিবার সবধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়ানোর পর আজ দূর পাল্লার বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে৷ শনিবার দুপুরে ভাড়া বাড়ানোর কমিটির বৈঠকের পর বিকেলে সংবাদ সম্মেলন করে বিআরটিএ'র চেয়ারম্যান আইউব উর রহমান ভুইয়া ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান৷ আগে দূর পাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল এক টাকা ২০ পয়সা৷ এখন প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়িয়ে তা করা হয়েছে এক টাকা ৩৫ পয়সা৷ তবে মালিকপক্ষ দাবী করছিল এক টাকা ৬০ পয়সা৷ নতুন বছরে ২ জানুয়ারি থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে৷

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হলেও সে ব্যাপারে আজ কোন সিদ্ধান্ত হয়নি৷ তবে আগামি এক সপ্তাহের মধ্যে দুই মহানগরীর অভ্যন্তরীণ রুটে বাস ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে৷ রাজধানীতে এখনো বাস বাড়া বাড়ানোর সিদ্ধান্ত না হলেও ইতিমধ্যেই পরিবহন মালিকরা ইচ্ছেমত বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন৷ এমনকি সিএনজি চালিত বাসের ভাড়াও বাড়ান হয়েছে৷ এনিয়ে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে৷

তবে পরিবহন কর্মচারীদের দাবী তারা বাস ভাড়া এখনো বাড়াননি, ঘোষণা আসার পর বাড়াবেন৷ বাস মালিক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কাজল দাবী করছেন সরকার বাসভাড়া বাড়ালেও তাদের তেমন কোন লাভ নেই ৷ কারন জ্বালানি তেল ছাড়াও আরো অনেক কিছুর দাম বেড়েছে৷ তিনি বলেন জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে পরিবহন ব্যবসা অসম্ভব হয়ে পড়বে৷ তিনি সিএনজি'র দাম না বাড়ানোর দাবী জানিয়েছেন৷

এদিকে সরকার জ্বালানি তেল এবং সিএনজির দাম আবারো বাড়ানোর কথা বিবেচনা করছে৷ জানা গেছে, সরকার জ্বালানি তেলের ক্ষেত্রে ভর্তুকি পুরোপুরি তুলে দিতে চায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য