জেলে ছেলের কাছে শাহরুখ, বাড়িতে এনসিবি অফিসাররা
২১ অক্টোবর ২০২১বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গেলেন বলিউড তারকা শাহরুখ খান। জেলে বন্দি ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করার জন্য। জেলের ভিতর ছেলের সঙ্গে মিনিট কুড়ি কথা বলেন শাহরুখ। গ্রেপ্তার হওয়ার পর এই প্রথমবার ছেলের সঙ্গে দেখা করলেন তিনি। বস্তুত গত ২ অক্টোবর প্রমোদতরীতে মাদককাণ্ড ও তাতে আরিয়ান অভিযুক্ত হওয়ার পর এই প্রথম শাহরুখকে প্রকাশ্যে দেখা গেল।
এর আগে তিনি দেশে ও বিদেশে শুটিং বাতিল করেছেন। নিজের দল কেকেআরের খেলা দেখতে আমিরাতেও যাননি। টিম ফাইনালে খেলেছে, কিন্তু সেখানে শাহরুখকে দেখা যায়নি। এতদিন পর তিনি ছেলেকে দেখতে প্রকাশ্যে এলেন।
এতদিন পর্যন্ত করোনার কারণে বাইরের মানুষদের জেলে গিয়ে বন্দিদের সঙ্গে দেখা করায় নিষেধাজ্ঞা ছিল। বুধবারই মহারাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তারপরেই শাহরুখ আর দেরি না করে ছেলের সঙ্গে দেখা করলেন।
শাহরুখ ছেলের সঙ্গে দেখা করার কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে যান নারকোটিকস কন্ট্রোল ব্যুরো(এনসিবি)-র অফিসাররা। তবে বলা হচ্ছে, এনসিবি-র কর্তারা পেপারওয়ার্ক শেষ করতে গেছেন। তল্লাশি করতে নয়। এনিসিব-র আরেকটি দল অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে যান।
বুধবারও নিম্ন আদালতে আরিয়ানের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তারপর হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়েছে। নিম্ন আদালতের বক্তব্য, আরিয়ানের হোয়াটস অ্যাপ মেসেজ থেকে বোঝা যাচ্ছে, সে মাদক নিত এবং কিনত। তাই তাকে জামিন দেয়া হচ্ছে না। পরপর দুই বার আরিয়ানের জামিনের আবেদন বাতিল করেছে নিম্ন আদালত।
আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট সম্পর্কে নিম্ন আদালত বলেছে, দুজনে বন্ধু, তারা একসঙ্গে ঘুরতো। দুজনকেই ধরেছে পুলিশ। তারা স্বেচ্ছায় যে বিবৃতি দিয়েছে, তাতে বলেছে, তাদের কাছে মাদক ছিল।
জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)