জেল ভেঙে ১৪৫ জন মাওবাদী বন্দী পলাতক নেপালে
১১ ফেব্রুয়ারি ২০০৫গভীর রাতে পশ্চিম নেপালের কাইলালিয়াট প্রদেশের একটি কারাগারে হামলা চালায় কয়েকশো সশস্ত্র মাওবাদী জঙ্গী ৷ কারারক্ষীদের পর্যুদস্ত করে তারা কাইলালিয়াট জেলে বন্দী থাকা ১৪৫ জন মাওবাদী বন্দীকে মুক্ত করে নিয়ে উধাও হয়ে যায়৷ মাওবাদীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে পাঁচ কারারক্ষী এবং অন্তত একজন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে কাঠমান্ডুতে গতকাল জানানো হয় রাজ প্রশাসনের তরফে৷ নেপালের রাজকীয় বাহিনী সূত্রে সংবাদসংস্থা এ এফ পিকে বলা হয়, জেল থেকে পালানো ১৪৫ জন মাওবাদীর সন্ধানে পশ্চিম নেপাল জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷
নেপালের রাজা জ্ঞানেন্দ্র শাসনভার নিজের হাতে তুলে নেবার পর দেশজুড়ে জরুরী অবস্থা জারী করেছেন৷ রাজতন্ত্রের উচ্ছেদের দাবীতে আন্দোলনে নামা মাওবাদীদের সঙ্গে নিঃশর্ত্তে শান্তি আলোচনার খোলা প্রস্তাবও দিয়ে রেখেছেন রাজা জ্ঞানেন্দ্র৷ মাওবাদীরা জ্ঞানেন্দ্র পরিচালিত নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া এ পর্যন্ত জানায়নি৷ কিন্তু মাওবাদীদের শীর্ষ নেতা প্রচন্ডা সম্প্রতি রাজা জ্ঞানেন্দ্রকে চরম বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বলেছেন, প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট বেঁধে তারা নেপালে গণতন্ত্র পুনরুদ্ধারে সচেষ্ট হতে চায়৷ রাজা জ্ঞানেন্দ্র যদি অবিলম্বে ক্ষমতা হস্তান্তর না করেন, সেক্ষেত্রে আগামীকাল রোববার থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে রাস্তা আটক করে বড়ধরণের আন্দোলনের হুমকিও দিয়েছেন মাওবাদী নেতা প্রচন্ডা৷ ওদিকে, নেপালের সামরিক বিশেষজ্ঞদের মতে, রাজকীয় সেনাবাহিনী মাওবাদীদের মোকাবিলায় যথেষ্ট শক্তিশালী নয়৷ বিশেষ করে রাজধানী কাঠমান্ডুর বাইরে গ্রামাঞ্চলে মাওবাদীদের আধিপত্য এবং প্রভাব সে কারণেই ঠেকাতে বারবার ব্যর্থ হচ্ছে সেনাবাহিনী৷
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়