1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-২০ দাঙ্গাবাজদের ধরতে ইউরোপজুড়ে অভিযান

১৮ সেপ্টেম্বর ২০১৮

‘শীর্ষ অপরাধীদের' বিরুদ্ধে ২০১৭ সালে জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে দাঙ্গার অভিযোগ রয়েছে৷ চার সন্দেহভাজনকে খুঁজতে এবার ইউরোপ জুড়ে অভিযানে যাওয়ার ঘোষণা দিয়েছে হামবুর্গ পুলিশ৷

https://p.dw.com/p/356Ys
Europaweite Öffentlichkeitsfahndung nach G20-Tätern
ছবি: picture alliance/dpa/C. Charisius

সন্দেহভাজনদের ছবিও প্রকাশ করেছে পুলিশ, যাদের মধ্যে এক নারীও রয়েছেন৷ ইউরোপের নাগরিকদের এদের বিষয়ে তথ্য দেয়ার অনুরোধও জানিয়েছে পুলিশ৷

গত বছরের ৬ জুলাই হামবুর্গের এলব্খাউসে স্ট্রিটে ‘নরকে স্বাগতম' স্লোগান নিয়ে বিক্ষোভ শুরু হয়৷ কিন্তু দ্রুতই সহিংস রূপ নেয় সেই বিক্ষোভ৷ ঘটানো হয় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা

কয়েকশ উগ্র বামপন্থি অ্যাক্টিভিস্ট তথাকথিত ‘ব্ল্যাক ব্লক' তৈরি করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ পরপর দুদিন ধরে বিভিন্ন স্থানে চলে তাণ্ডব৷ যে চার জনের ছবি জার্মান পুলিশ প্রকাশ করেছে, তারা সে সব ঘটনায় জড়িত বলে ধারণা তাঁদের৷

এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ কমিশনের প্রধান ইয়ান হিবার জানান, ‘‘এরা জি-২০ দাঙ্গার শীর্ষ অপরাধী৷'' তিনি আরো বলেন, এদের কর্মকাণ্ডের সাথে সমাবেশের অধিকারের কোনো সম্পর্ক নেই৷ ‘‘এটি ভয় ও ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিত একটি কমান্ডো অপারেশন ছিল৷''

হামবুর্গে ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এই অভিযানের ঘোষণা এলো৷ ‘ব্ল্যাক ব্লক' তদন্তকারীরা গত বছর থেকেই বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন৷ অবশ্য হামবুর্গে আটক ব্যক্তির বিরুদ্ধে কী অভিযোগ, তা জানায়নি পুলিশ৷

চার সন্দেহভাজনের বিরুদ্ধে শান্তি বিনষ্ট, পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালানো, সুপারমার্কেটে লুটতরাজ চালানো এবং সড়কে ব্যারিকেড তৈরি করে অগ্নিকাণ্ডের অভিযোগ আনা হয়েছে৷

ইউরোপ জুড়ে যে অভিযান চালানো হবে, তাতে মূল লক্ষ্য হিসেবে ছিল ইটালি, স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড৷ তবে এবার অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও গ্রিসেও চালানো হবে অভিযান৷ দাঙ্গায় জড়িতদের বেশিরভাগই জার্মানির বাইরে থেকে আসা বলে ধারণা পুলিশের৷

এডিকে/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য