জার্মানির হামবুর্গে গুলিতে নিহত দুই
২৬ মার্চ ২০২৩জার্মান পুলিশ রোববার জানিয়েছে, শনিবার রাতে বন্দরনগরী হামবুর্গে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন৷
শহরটিতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের বড় ঘটনা ঘটলো৷ চলতি মাসের শুরুর দিকের আরেক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান৷
হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী৷ ধারণা করা হচ্ছে যে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের উপর গুলি চালিয়েছেন৷
প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷
জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়৷ এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়৷
পুলিশ সেখানে দুইটি ভবনের মাঝের স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করে৷ দুজনেরই গুলির আঘাতে তাৎক্ষণিক মৃত্যু হয়৷
এআই/এফএস (রয়টার্স, ডিপিএ)