1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির হামবুর্গে গুলিতে নিহত দুই

২৬ মার্চ ২০২৩

জার্মান পুলিশ জানিয়েছে যে তারা একটি অভিযান সমাপ্ত করেছে এবং উত্তরের বন্দর শহর হামবুর্গে গোলাবর্ষণের কারণ অনুসন্ধান করছে৷

https://p.dw.com/p/4PG4J
ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ৷
হামবুর্গে গুলিতে নিহত হয়েছেন দুই ব্যক্তিছবি: Jonas Walzberg/dpa/picture alliance

জার্মান পুলিশ রোববার জানিয়েছে, শনিবার রাতে বন্দরনগরী হামবুর্গে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন৷

শহরটিতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের বড় ঘটনা ঘটলো৷ চলতি মাসের শুরুর দিকের আরেক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান

হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী৷ ধারণা করা হচ্ছে যে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের উপর গুলি চালিয়েছেন৷

প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়৷ এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়৷

পুলিশ সেখানে দুইটি ভবনের মাঝের স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করে৷ দুজনেরই গুলির আঘাতে তাৎক্ষণিক মৃত্যু হয়৷ 

এআই/এফএস (রয়টার্স, ডিপিএ)