জার্মানির জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে
জার্মানির জনসংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে৷ তবে জন্মহার বাড়েনি৷ বাড়ছে প্রবীণের সংখ্যা৷ সব মিলিয়ে জনসংখ্যা নিয়ে শঙ্কা কিন্তু কমেনি৷ দেখুন ছবিঘরে...
জনসংখ্যা এ মুহূর্তে সবচেয়ে বেশি
কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মোট জনসংখ্যা ৮ কোটি ৩২ লাখ৷ ২০১৮ সালের পর এক বছরে ২ লাখ মানুষ বেড়েছে৷
অভিবাসনের প্রভাব
পরিসংখ্যান ব্যুরো বলছে, ৮ কোটি ৩২ লাখ জনসংখ্যার মধ্যে সাত কোটি ৭০ লাখ থেকে সাত কোটি ৯০ লাখের মতো মানুষের জন্ম জার্মানিতেই৷ আর এক বছরে মারা গেছে নয় লাখ ৩০ হাজার৷ বাকি মানুষ অন্য দেশ থেকে এসেছে৷
প্রবীণ বেশি
জন্মহার কম এবং মৃত্যুর গড় বয়স বেড়েছে বলে জার্মানিতে প্রবীণের সংখ্যাও অনেক৷ কাজের বাজার এবং সরকারের পেনসন স্কিমে এর বিরূপ প্রভাব পড়ছে৷
অভিবাসীর আগমন কমছে
টানা চতুর্থ বছরের মতো জার্মানিতে অভিবাসীর আগমন কমেছে৷ ২০১৯ সালে তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ অন্য দেশ থেকে এসেছে৷
জন্মহার ৪২ বছরে সবচেয়ে কম
শিশু জন্মের হার কয়েক দশক ধরেই কমছে৷ তবে ২০১৯ সালে যে হারে কমেছে ১৯৭২ সালের পর থেকে আর কোনো বছরে এতটা কখনো কমেনি৷
5 ছবি
1 | 55 ছবি