1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাথার খুলি খুঁজে পেল স্কুল শিক্ষার্থীরা

২৬ মে ২০১৭

জার্মানির এক জঙ্গলে একজন মানুষের মাথার খুলি খুঁজে পেয়েছে একদল শিক্ষার্থী৷ তাদের এই রোমহর্ষক আবিষ্কার গত বছরের এক রহস্যময় মরদেহের পরিচয় খুঁজে পেতে সহায়তা করতে পারে৷

https://p.dw.com/p/2dcDY
Deutschland  Wanderer im Ahrtal
ছবি: picture-alliance/JOKER/K. H. Hick

রাইন নদীর তীরে এক ব্যক্তির মস্তকবিহীন দেহের অংশবিশেষ পাওয়া গিয়েছিল৷

ক্লাস থেকে ভ্রমণে যাওয়া একদল স্কুল শিক্ষার্থী জঙ্গলের মধ্যে হাঁটার সময় মাথার খুলিটি এবং কিছু হারগোরের সন্ধান পান৷ বুধবার পুলিশ জানিয়েছে এই তথ্য৷ কোলনের ফোগেলসাং পার্কে খুলিটির সন্ধান পায় তারা৷ তদন্তকারীরা জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’কে এই বিষয়ে জানিয়েছেন যে, ‘‘দেহাবশেষ মাটির নীচে চাপা দেয়া ছিল না, বরং লতাপাতা দিয়ে ঢাকা ছিল৷’’

পুলিশ ইতোমধ্যে মাথার খুলির ডিএনএ পরীক্ষা করেছে এবং গত বছর রাইন নদীর তীরে পাওয়া মস্তকবিহীন দেহের সঙ্গে এটির মিল রয়েছে বলে জানিয়েছে৷ সেই দেহের সন্ধানও পেয়েছিল একদল তরুণ৷ একটি প্লাস্টিক ব্যাগ দেখে আগ্রহী হয়ে খোলার পর সেটির মধ্যে হাত-পা ছাড়া মস্তকবিহীন দেহটি দেখেছিল তারা৷

সেই সময় পুলিশ শুধুমাত্র নিহত ব্যক্তির বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং পাতলা গড়নের বলে জানাতে পেরেছিল৷ এখন খুলি খুঁজে পাওয়ায় মরদেহটি শনাক্ত করা কিছুটা সহজ হবে বলে মনে করছে পুলিশ৷ তবে তার ডিএনএ'র সঙ্গে পুলিশের ডাটাবেজে থাকা কোনো ডিএনএ নমুনার মিল খুঁজে পাওয়া যায়নি৷

শিক্ষার্থীদের আবিষ্কারের পর তদন্তকারীরা ফোগেলসাং জঙ্গলটিতে অনুসন্ধান চালিয়েছে, তবে আর কোনো দেহাবশেষ পায়নি৷

এদিকে, দুই জায়গা থেকে মরদেহের অংশবিশেষ উদ্ধার হলেও এখনো সেটা সম্পূর্ণ নয় বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ কঙ্কাল গড়তে গিয়ে দেখা যাচ্ছে, দেহের কিছু অংশ এখনো পাওয়া যায়নি৷ ফলে নিহত ব্যক্তি সম্পর্কে পুরোপুরি ধারণা এখনো পাওয়া যাচ্ছে না৷

প্রসঙ্গত, যে স্থানে মাথার খুলি পাওয়া গেছে, সেটি সাধারণত হাঁটার রাস্তা থেকে সরাসরি দেখা যায় না৷ তবে সেখানে একটি পচে যাওয়া ম্যাট্রেস, বিছানাপত্র এবং খালি স্পোর্টস ব্যাগ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হয়, সেখানে কেউ একজন থেকেছিল৷ সেটি কোনো হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার জায়গা কিনা তা-ও তদন্ত করে দেখছে পুলিশ৷

আলিস্টেয়ার ওয়েলস, কার্লা ব্লাইকার/এআই