জার্মানির গ্যোয়েটে পুরস্কার পেলেন ‘পেগান’ কবি আডোনিস
২৬ মে ২০১১সিরিয়ার কবি ও নাট্যকার আডোনিস প্রথম থেকেই নিজেকে একজন ‘পেগান' কবি হিসেবে আখ্যা দেন৷ নিজেকে তিনি যেন দেখতে চান প্রাগৈসলামিক সাহিত্যিক হিসেবে৷ নিজেকে মনে করতে চান এমন এক সময়ের কবি, যখন কবিতাই ছিল সাহিত্যের উবর্রতম ফসল৷ যখন বেদুঈনরা মুখে মুখে কবিতা আবৃত্তি করতো৷ আর কবিতা তাদের জীবনের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যেত৷
আডোনিস'এর জন্ম ১৯৩০ সালে, ভূমধ্যসাগর সংলগ্ন পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম কাসাবিন'এ৷ জন্ম নাম আলি হামিদ সাঈদ এসবার৷ গোটা মধ্যপ্রাচ্যকে তিনি একটি একক আরব সংস্কৃতি, নানা ঐতিহ্যের মেলবন্ধন হিসেবে দেখতে চেয়েছেন৷ তাঁর কবিতাতেও তাই বারে বারে ফুটে উঠেছে এক ঐক্যবদ্ধ আরব বিশ্ব৷ তার সঙ্গে সঙ্গে ধরা পড়েছে সমসাময়িক সমাজ, রাজনীতি আর তার কুৎসিত মুখোচ্ছবি৷ শাণিত ভাষায় আরব শাসকদের সমালোচনা করেছেন তিনি৷
তবে শুধু কবিতা বা নাটকেই নয়, সিরিয়ার সাম্প্রতিকতম রাজনৈতিক বিপ্লবেও অংশ নেন আডোনিস৷ সোচ্চার হন ক্ষমতাধর সরকারের বিরুদ্ধে, সরাসরি৷ মানবধর্মকে মূলমন্ত্র করে পাঠকদের উপহার দিয়েছেন তিনি কবিতা৷ গেয়েছেন গণতন্ত্রের জয়গান৷ সেজন্যই তো এই পুরস্কার !
আগামী ২৮শে অগাস্ট জার্মানির ফ্রাংকফুর্ট আম মাইন শহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে, ৫০ হাজার ইউরো অর্থমূল্যের এই পুরস্কারটি গ্রহণ করবেন আডোনিস স্বয়ং৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক