1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ক্ষেপণাস্ত্র নিতে রাজি হলো পোল্যান্ড

৭ ডিসেম্বর ২০২২

পোল্যান্ডকে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিতে চাইলে জার্মানির সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ওয়ারশ৷ তাদের প্রস্তাব ছিল, প্যাট্রিয়ট ইউক্রেনকে দেয়া হোক৷ কিন্তু বার্লিন অনড় থাকায় আগের অবস্থান থেকে সরেছে পোল্যান্ড৷

https://p.dw.com/p/4KbHs
প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম
প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমছবি: Simon Jankowski/NurPhoto/picture alliance

পোল্যান্ডের এক গ্রামে একটি ক্ষেপণাস্ত্র পড়ার পরই দেশটির নিরাপত্তা জোরদার করতে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি৷ তখন সেই প্রস্তাবে সাড়া না দিয়ে পোল্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনকে দেয়া হোক, তাহলে একসঙ্গে দুই দেশের নিরাপত্তাই জোরদার হবে৷ কিন্তু বার্লিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ন্যাটোর কোনো সদস্য দেশই ইউক্রেনকে এরকম সহায়তা দেয়নি, সুতরাং জার্মানিও প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে দেবে না৷

গতকাল পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজাক জানান, জার্মানি যেহেতু রাজি নয়, তাই  প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইউক্রেনে মোতায়েন না করে পোল্যান্ডে মোতায়েন করলেই চলবে, পোল্য্যান্ড তাতে রাজি৷ এক টুইট বার্তায় তিনি বলেন, ‘‘ (জার্মানির সঙ্গে ) কথা বলার পর ইউক্রেনকে সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় হতাশা নিয়েই সিদ্ধান্তটা নিতে হলো৷ প্যাট্রিয়ট ইউক্রেনের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হলে অবশ্য পোল এবং ইউ্রকেনীয়দের নিরাপত্তা এক সঙ্গেই জোরদার হতো৷''

  এদিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বালসেজাক এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন লামব্রেশট প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের বিষয়ে ‘নীতিগতভাবে একমত' হয়েছেন৷ এখন দু পক্ষের মধ্যে আকাশ সুরক্ষা ব্যবস্থাটি স্থাপনের বিষয়ে যাবতীয় কাজ শুরু করবে৷

এসিবি/ কেএম (এএফপি, এপি, ডিপিএ)