জার্মানিতে রেল চালকদের ২০ ঘণ্টার ধর্মঘট চলছে
১৬ নভেম্বর ২০২৩কর্মীদের মাসিক বেতন ৫৫৫ ইউরো বা প্রায় ৬৭ হাজার বাংলাদেশি টাকা বাড়ানোর দাবিতে এই ধর্মঘট ডেকেছে ট্রেন চালকদের সংগঠন জিডিএল৷ মূল্যস্ফীতির কারণে প্রাপ্ত এককালীন তিন হাজার ইউরো বা তিন লাখ ৬১ হাজার টাকার বাইরে এই দাবি করেছেন তারা৷
এছাড়া বেতন না কমিয়ে সাপ্তাহিক কাজের সময় ৩৮ থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করারও দাবি জানিয়েছে জিডিএল৷
জার্মানির ট্রেন সংস্থা ডয়চে বান বা ডিবি বেতন ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে৷
চলতি সপ্তাহের শুরুতে ডিবি ও জিডিএল-এর মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু ধর্মঘট প্রত্যাহার না করায় আলোচনা বাতিল করে দেয় ডিবি৷
ধর্মঘটের কারণে যাত্রীদের যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছেন ডিবির মুখপাত্র আখিম স্টাউস৷ তিনি বলেন, ‘২০টির কম আইসিই ও আইসি ট্রেন চলতে পারে'৷ আইসিই ও আইসি হচ্ছে জার্মানির দ্রুতগতির ট্রেন৷
আঞ্চলিক ট্রেন চলাচলের উপর ধর্মঘটের প্রভাব অঞ্চলভেদে ভিন্নভাবে পড়েছে৷ কিছু রাজ্যে আঞ্চলিক ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে৷
জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)