জার্মানিতে রেকর্ড পরিমাণ মাদক জব্দ
৫ জুন ২০১৮জার্মানির ইতিহাসে সবচেয়ে বড় এই অভিযানে উদ্ধার করা হয় ৬৪৬ কেজি মাদকদ্রব্য৷ এর মধ্যে ৪৯ হাজার ৫০০ এলএসডি বড়িও রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ জব্দ করা মাদকের দাম প্রায় ১১ মিলিয়ন ডলার হতে পারে বলেও জানিয়েছে পুলিশ৷
জানুয়ারির এই অভিযানে ৭ সন্দেহভাজনকে আটকের কথাও জানিয়েছে পুলিশ৷
এই মাদক মজুত ও চোরাচালানের পেছনে আন্তর্জাতিক মাদক চোরাচালানচক্র জড়িত বলে ধারণা পুলিশের৷ গত বছরের মাঝামাঝি সুইডিশ পুলিশের তদন্তে রাজ্যের আন্ডেরনাখ শহরে এক তরুণ দম্পতির সন্ধান পায় জার্মান পুলিশ৷
আরো তদন্তের মাধ্যমে মোট ১১ জনকে চিহ্নিত করা হয়েছে৷ এরা একটি আন্তর্জাতিক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে৷ জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেনে সক্রিয় এই চক্রের সদস্যরা৷
তদন্তকারীদের মুখপাত্র রল্ফ ভিসেন জানিয়েছেন, মাদক চক্রের সন্ধানে এখনও তদন্ত চলছে বলেই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না৷
এডিকে/এসিবি (ডিপিএ)