জার্মানিতে যৌনাঙ্গচ্ছেদের শিকার নারীর সংখ্যা বাড়ছে
২৭ আগস্ট ২০১৮‘‘আমার বয়স তখন বারো বা তের৷ বেশ কয়েকজন আমাকে চেপে ধরেছিল৷ তারপর আমার ওটা কেটে ফেলে৷ এরপর আমাকে একটি টেবিলের উপর শুইয়ে রাখে৷ সেদিনের ছবি এখনো আমার চোখে ভাসে৷ আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম৷ এরপর তারা সেখানে সেলাই করে এবং আমার দুই পা একসঙ্গে একমাসের জন্য বেঁধে রাখে যাতে ক্ষত শুকিয়ে যায়৷''
বিশ্বের যেসব দেশে নারীর যৌনাঙ্গচ্ছেদ বা এফজিএম এখনো চালু আছে, সেসব দেশ থেকে সাম্প্রতিক সময়ে জার্মানিতে নারীর আগমন বেড়ে যাওয়ায় এখানে এমন চর্চার শিকার নারীর সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছে নারী অধিকার বিষয়ক সংগঠন ‘ট্যঁর দ্যে ফ্যাম'৷ সংঠনটির হিসেব অনুযায়ী, জার্মানিতে বর্তমানে এমন নারীর সংখ্যা ৬৫,০০০-এর মতো, গত বছরের তুলনায় যা ১২ শতাংশ বেশি৷
৩০ বছর বয়সি ইফরা (ছদ্মনাম) তাঁদের একজন৷ জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ-এর হিসেব অনুযায়ী, তাঁর দেশ সোমালিয়াতে এফজিএমের চর্চা সবচেয়ে বেশি৷ দেশটির ১৫ থেকে ৪৯ বছর বয়সি ৯৮ শতাংশ নারীই এর শিকার৷
‘‘যৌনাঙ্গচ্ছেদের জন্য তথাকথিত হাজাম রয়েছে৷ তবে তাঁরা আসলে জানেন না তাঁরা ঠিক কী করছেন৷ তাঁদের কাছে একটি ছুরি এবং একটি রেজার থাকে৷ আর সেগুলো দিয়ে তাঁরা কেটে ফেলে,'' বলেন ইফরা৷
নারীর যৌনাঙ্গচ্ছেদ নানা প্রক্রিয়ায় করা হয়৷ কোথাও কোথাও যৌনাঙ্গের ভগাঙ্কুরের অংশবিশেষ কেটে ফেলা হয়৷ আবার মেয়েরা যাতে যৌনমিলনের সময় বেশি আনন্দ না পায় এবং বিয়ের আগ অবধি কুমারী থাকে, সেই উদ্দেশ্যে অনেক জায়গায় যোনির প্রবেশপথও সেলাই করে দেয়া হয়৷৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, গোটা বিশ্বে বিশ কোটি নারী এফজিএম-এর শিকার৷ আর এর ফলে নারীর মাসিকের সময় প্রদাহ, কাটাস্থলে বারংবার ইনফেকশন, সন্তান জন্মদানে সমস্যা এবং যৌনক্ষমতা কমে যাওয়াসহ নানা সমস্যা হয়৷
জার্মানিতে এফজিএম নিষিদ্ধ হলেও অভিবাসী পরিবারে জন্ম নেয়া ১৫,৫০০ মেয়ে এই চর্চার শিকার হওয়ার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে ‘ট্যঁর দ্যে ফ্যাম'৷ কেননা, তাদের ছুটি কাটানোর নামে বাবা-মায়ের দেশে নিয়ে এফজিএম করানো হতে পারে৷ তাই, তাদের রক্ষায় কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি৷
কেট ব্রাডি / এআই