জার্মানিতে মুসলিমদের উপর হামলা বাড়ছে
১৮ আগস্ট ২০১৭সংসদে বাম গোষ্ঠীর একটি তথাকথিত ‘ছোট প্রশ্নের’ জবাবে ফেডারাল সরকারের তরফ থেকে যে উত্তর দেওয়া হয়, এই পরিসংখ্যান তারই অঙ্গ৷ প্রায় সর্বক্ষেত্রেই অপরাধীরা চরম দক্ষিণপন্থি মহলের সদস্য এবং তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলে ‘নয়ে অসনাব্র্যুকার সাইটুং’-এর বিবরণে প্রকাশ৷
২০১৭ সালের প্রথম তিন মাসে মোট ২০০ ইসলাম বিদ্বেষ প্রণোদিত ঘটনা ঘটেছিল; তার পরের তিন মাসে মুসলিমদের অথবা তাদের প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে উপরাধমূলক গতিবিধির ঘটনা ঘটেছে ১৯২টি – অর্থাৎ প্রথম কোয়ার্টারের তুলনায় মোটামুটি একই পর্যায়ে রয়েছে৷ কর্তৃপক্ষ সদ্য এ বছর থেকে ‘ইসলামবিদ্বেষি অপরাধমূলক কার্যকলাপের’ পরিসংখ্যান রাখতে শুরু করেছেন; সেই কারণে ২০১৬ সালে ইসলামবিদ্বেষি ঘটনার কোনো তুলনামূলক পরিসংখ্যান নেই৷
ইন্টারনেটে মুসলিমদের অথবা মুসলিম উদ্বাস্তুদের বিরুদ্ধে প্ররোচনা – তথাকথিত ‘হেট স্পিচ’ – হুমকি বা শাসানিমূলক বার্তা, রাজপথে হিজাব পরিহিত মহিলা অথবা মুসলিম পুরুষদের উপর আক্রমণ, এছাড়া মুসলিমদের বাড়ি অথবা সম্পত্তির ক্ষতিসাধন কিংবা দেয়ালে নাৎসি স্লোগান লেখাও এই ‘ইসলামবিদ্বেষি অপরাধমূলক কার্যকলাপের’ মধ্যে পড়ে৷
বামদলের স্বরাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ উলা ইয়েল্পকে মন্তব্য করেছেন যে, ‘‘এখনই সতর্কতা শিথিল করা সম্ভব নয়, কেন না ইসলামবিদ্বেষি অপরাধমূলক ঘটনার সংখ্যা বিশেষ কমেনি ও মুসলিমদের উপর আক্রমণ ক্রমেই আরো সহিংস হয়ে উঠছে৷’’
এসি/ডিজি (ডিপিএ, ইপিডি, এএফপিডি)
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...