1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাজার্মানি

জার্মানিতে পোকা নিয়ে গবেষণা

১৪ আগস্ট ২০২৪

তাপ, আওয়াজ, দূষণ, রাতের বেলা কৃত্রিম আলোর কারণে এবং সবুজ স্থানের অভাবে পোকামাকড়ের জীবন কঠিন হয়ে পড়ছে৷ বিশেষ করে শহরাঞ্চলে সেগুলোর বংশবৃদ্ধি জটিল হয়ে উঠেছে৷ আর সেজন্য নানা ধরনের পোকার জীবন সম্পর্কে গবেষণা করতে পোকা গণনার কাজ করছে বন শহরের এক বেসরকারি উন্নয়নসংস্থা।

https://p.dw.com/p/4jSdd