তাপ, আওয়াজ, দূষণ, রাতের বেলা কৃত্রিম আলোর কারণে এবং সবুজ স্থানের অভাবে পোকামাকড়ের জীবন কঠিন হয়ে পড়ছে৷ বিশেষ করে শহরাঞ্চলে সেগুলোর বংশবৃদ্ধি জটিল হয়ে উঠেছে৷ আর সেজন্য নানা ধরনের পোকার জীবন সম্পর্কে গবেষণা করতে পোকা গণনার কাজ করছে বন শহরের এক বেসরকারি উন্নয়নসংস্থা।