1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষিদ্ধের পথে প্লাস্টিকের ব্যাগ

৬ সেপ্টেম্বর ২০১৯

জার্মানিতে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমছে৷ তবে যে হারে কমছে তা যথেষ্ট ভালো হলেও তাতে সন্তু্ষ্ট নয় সরকার৷ তাই শুরু হয়ে গেছে পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের ব্যাগ নিষিদ্ধ করার আইন প্রণয়নের প্রস্তুতি৷

https://p.dw.com/p/3PBA7
Deutschland Symbolbild Plastiktüte
ছবি: picture-alliance/dpa/J. Woitas

২০১৬ সালে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানোর আলোচনায় ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা হয় জার্মান সরকারের৷ তারপর থেকে এ ধরনের ব্যাগের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমছে৷ ২০১৫ সালের তুলনায় এর ব্যবহার এখন শতকরা অন্তত ৬৪ ভাগ কমেছে জার্মানিতে৷ তবে পরিবেশ মন্ত্রী স্ভেনা শুলৎসে মনে করেন, এতে সন্তুষ্ট না হয়ে প্লাস্টিকের ব্যাগ যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি নিষিদ্ধ করা দরকার৷ ২০২০ সালের মধ্যেই তা করতে চান জানিয়ে শুক্রবার তিনি বলেছেন, ‘‘প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার এখনই সময়৷ আমি বিশ্বাস করি জার্মানির জনগণও আমাদের সঙ্গে আছে৷''

প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার আইনের খসড়া প্রস্তুত৷ কঠোর এ আইনে ‘অবাধ্যদের' জন্য শাস্তির ব্যবস্থাও থাকছে৷ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে আইন অমান্যকারীর এক লাখ ইউরো (এক লাখ ১০ হাজার ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে৷ জার্মানির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হলেও ফল, শাক-সবজি ইত্যাদির জন্য যেসব পাতলা ব্যাগ ব্যবহার করা হয়, প্রস্তাবিত এ আইনে সেগুলো নিষিদ্ধ হবে না৷

খসড়া আইন পুরোপুরি আইন হবার সঙ্গে সঙ্গেই অবশ্য নেমে আসবে না শাস্তির খাঁড়া৷ ছয় মাস সময় দেয়া হবে, ওই সময়ের মধ্যে মজুদ সব প্লাস্টিকের ব্যাগ শেষ করতে হবে৷

এসিবি/কেএম (ডিপিএ, ইপিডি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য