জার্মানিতে নকল টাকা
১১ জানুয়ারি ২০১৩২০১২ সালে জার্মানিতে ৪১,৫০০ নকল টাকার নোট ধরা পড়েছে৷ পুলিশ, বিক্রেতা এবং ব্যাংক এসব নকল টাকা শনাক্ত এবং বাজেয়াপ্ত করেছে৷ ‘বুন্ডেসব্যাংক' বা জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় গত বছর নকল টাকা ধরা পড়ার হার বেড়েছে ৬ দশমিক এক শেতাংশ৷
বুন্ডেসব্যাংকের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে৷ নকলবাজরা বিশ ইউরোর মতো ছোট টাকার নোট জাল করেছে বেশি৷ ফলে নকল টাকার পরিমাণ বাড়লেও আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে না৷ সামগ্রিকভাবে গত বছর নকল টাকার কারণে ক্ষতির পরিমাণ হচ্ছে দুই মিলিয়ন ইউরোর সামান্য বেশি৷
বুন্ডেসব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল ল্যুডভিশ টিলে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘২০০২ সালে বাজারে ইউরো মুদ্রা চালুর পর থেকে নকল টাকার কারণে ক্ষতির এই পরিমাণ সর্বনিম্ন৷'' তিনি বলেন, জার্মানিতে নকল টাকা মোকাবিলার ঝুঁকি অনেক দেশের তুলনায় কম৷ এ দেশের প্রতি দশ হাজার নাগরিকদের মধ্যে নকল টাকা ছড়াচ্ছে মাত্র পাঁচটি৷ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে এই হার প্রতি দশ হাজার জনে ১৫টি৷
নিরাপত্তা বাড়ানো হচ্ছে
বুন্ডেসব্যাংক জানিয়েছে, ২০১২ সালে ইউরো জোনে ১৪ দশমিক নয় বিলিয়নের মতো টাকার নোট সঞ্চালন হয়েছে, যেগুলোর মুদ্রামান হচ্ছে ৮৯০ বিলিয়ন ইউরো৷ এসবের মধ্যে ৪১৯ বিলিয়ন ইউরোর সঞ্চালন হয়েছে জার্মানিতে৷
ইউরো মুদ্রা চালুর ১১ বছর পর প্রথমবারের মতো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বিভিন্ন দেশের জাতীয় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় সকল গোষ্ঠীর জন্য আরো নিরাপদ ইউরো মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে৷ এই প্রক্রিয়ায় আগামী মে মাসে নতুন ধরনের পাঁচ ইউরোর ব্যাংকনোট ইউরোজোনে ছাড়া হবে৷
নতুন প্রজন্মের ব্যাংক নোটে বাড়তি সুরক্ষা বৈশিষ্ট্য যোগ করার পাশাপাশি আরো জটিল জলছাপ এবং হলোগ্রাম ব্যবহার করা হচ্ছে৷ নতুন নোট বাজারে ছাড়ার পাশাপাশি পুরনো নোটগুলো ক্রমান্বয়ে তুলে নেওয়া হবে৷ তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি৷
এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)