1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে টিকা না নেয়াদের জীবন আরো কঠিন হলো

৩ ডিসেম্বর ২০২১

জার্মানিতে যারা টিকা নেননি তারা এখন থেকে শুধু মুদিখানা ও ওষুধের দোকানে যেতে পারবেন৷ অন্য কোনো দোকান বা রেস্টুরেন্টে যেতে পারবেন না৷ মিউজিয়াম কিংবা মুভি থিয়েটারেও নয়৷

https://p.dw.com/p/43mVg
জার্মানিতে যারা টিকা নেননি তারা এখন থেকে শুধু মুদিখানা ও ওষুধের দোকানে যেতে পারবেন৷ অন্য কোনো দোকান বা রেস্টুরেন্টে যেতে পারবেন না৷ মিউজিয়াম কিংবা মুভি থিয়েটারেও নয়৷
ছবি: Martin Meissner/AP/picture alliance

জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও আগামী সপ্তাহে চ্যান্সেলরের দায়িত্ব নিতে যাওয়া ওলাফ শলৎস বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷

জার্মানিতে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে৷ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হিসেব বলছে, শেষ ২৪ ঘণ্টায় ৭৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ এই সময়ে মারা গেছেন ৩৮৮ জন৷ ভাইরোলজিস্টরা বলছেন, দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে টিকার প্রতি অনীহা এত বেশি সংক্রমণের একটা বড় কারণ৷ জার্মানিতে মাত্র ৬৯ শতাংশ মানুষ টিকা নিয়েছেন, যা পশ্চিম ইউরোপে টিকা নেয়ার সবচেয়ে কম হারের দেশগুলোর মধ্যে একটি৷

জার্মানিতে করোনা মোকাবিলায় নার্সদের লড়াই

বৃহস্পতিবারের বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত হয়েছে:

  • টিকা বাধ্যতামূলক করতে একটি এথিকস কমিটিকে আইন তৈরি করতে বলা হবে৷ এরপর সংসদে সেটা নিয়ে আলোচনার পর নতুন বছরের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হবে৷ ম্যার্কেল ও শলৎস টিকা বাধ্যতামূলক করার পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন৷
  • ফুটবল স্টেডিয়ামে সর্বোচ্চ ১৫ হাজার দর্শক ঢুকতে পারবে৷
  • ইনডোর স্পোর্টসের ক্ষেত্রে দর্শক সংখ্যা সর্বোচ্চ পাঁচ হাজার হতে পারবে৷
  • স্কুলে মাস্ক পরতে হবে৷
  • টিকা না নেয়া ব্যক্তিরা একটি নির্দিষ্ট সময়ে শুধুমাত্র আরেকটি পরিবারের সঙ্গে মিশতে পারবেন৷

এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে সাংসদদের অনুমোদন লাগবে, যেটা কয়েকদিনের মধ্যে পাওয়া যেতে পারে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান