1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে চীনাদের প্রশিক্ষণ না দেওয়ার আহ্বান

১৮ নভেম্বর ২০১৯

জার্মান সামরিক বাহিনীতে চীনা সৈনিকদের প্রশিক্ষণ না দেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

https://p.dw.com/p/3TDsR
ছবি: AFP/Getty Images

রবিবারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, আগামী বছর ১১জন চীনা সৈনিককে আধুনিক প্রশিক্ষণ দেবে জার্মান সামরিক বাহিনী৷ শুধু তাই নয়, একজন সৈনিককে প্রেস ও মিডিয়া বিষয়ক বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে৷ প্রতিবেদনটিতে জানানো হয়, চীনা সৈনিকরা প্রায়ই জার্মান সামরিক বাহিনী আয়োজিত নানা প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন৷

চীনা সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে জার্মানির গ্রিন পার্টি ও বেশ কিছু মানবাধিকার কর্মীও সরব হয়েছে৷ গ্রিন পার্টির মুখপাত্র মার্গারেট বাওজে ও টোবিয়াস লিন্ডনার বলেন, ‘‘চীনে মানবাধিকারের অবস্থা খুব খারাপ৷ শিনজিয়াং প্রদেশে গণহারে মানুষের ওপর নজরদারি করা হচ্ছে৷ ওখানে যা ঘটছে তা গণহত্যার সমান, এটা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ৷’’

অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষে মাটিয়াস জন বিল্ড আম সনটাগ পত্রিকাকে জানান, ‘‘চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করার পেছনে জার্মানির কোনো কারণই থাকতে পারে না৷’’

কবরস্থান সরাচ্ছে চীন

চীনের মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জার্মান সরকারের অবিলম্বে চীনকে কড়া বার্তা দেওয়া উচিত ও সব ধরনের সামরিক সাহায্য থেকে বিরত থাকা উচিত৷’’

হংকংয়ে চলমান চীনবিরোধী প্রতিবাদের নেতা জোশুয়া ওয়াং এর নিন্দা করে বলেন, ‘‘জার্মান সেনা যে চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, তা জানার পর থেকেই আমি বিরক্ত হয়ে আছি৷ যেভাবে হংকংয়ে সহিংসতা চালাচ্ছে চীন, তাতে জার্মানির সব ধরনের প্রতিরক্ষা বিষয়ক সহায়তা অনেক আগেই বন্ধ করা উচিত ছিল৷’’

উইগুরদের ওপর অত্যাচার নিয়ে সরব হবে জার্মানি?

শনিবার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বেশ কিছু গুরুত্বপূর্ণ গোপন চীনা নথির কথা তুলে ধরে৷ সেই নথিগুলির বেশিরভাগই শিনজিয়াং প্রদেশের বিভিন্ন ক্যাম্পে বন্দি উইগুর গোষ্ঠীর ওপর ঘটা অত্যাচারের কাহিনি৷

প্রায় ৪০০ পাতা দীর্ঘ এই নথি সামনে আসার পর থেকে বর্তমানে নতুন করে আলোচনায় চীনের অবিরত মানবাধিকার লঙ্ঘন৷

এমন প্রেক্ষাপটে জার্মানির চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বদলে এই বিষয়ে কড়া বার্তা দেবার দাবি তুলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জার্মানির রাজনৈতিক দলগুলি৷

এসএস/এসিবি (ডিপিএ, কেএনএ, নিউ ইয়র্ক টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য